মহামারী করোনায় ভালো নেই ভারত। লকডাউনের পাশাপাশি একের পর এক কঠিন পদক্ষেপও থামছে না করোনার তাণ্ডব। এমন পরিস্থিতিতে রোববার (২৬ এপ্রিল) ‘মান কি বাত’ এ উপস্থিত হয়ে দেশের সংখ্যালঘু জনগণকে আল্লাহর কাছে করোনা মুক্ত ভারতের প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, রমজান মাসে আরও বেশি করে প্রার্থনা করুন। যাতে ঈদের আগেই করোনা মুক্ত হয় ভারত।
ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝে রোববার তার বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়েই ছিল করোনা। দেশবাসীর কাছে তিনি অনুরোধ করেন আরও বেশি করে সতর্ক হওয়ার জন্য। যাতে পরিস্থিতি আর ভয়াবহ না হয়ে ওঠে।
এসময় মুসলিমদের পবিত্র রমজান মাস প্রসঙ্গে মোদি বলেন, পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। কেউ হয়তো ভাবতেও পারিনি উৎসবের এমন সময়ে ভয়াবহ এমন পরিস্থিতির মোকাবিলা করতে হবে আমাদের। আসুন আমরা সকলে আরও বেশি করে কাছে প্রার্থনা করি যাতে ঈদের আগেই করোনা মুক্ত হতে পারি।
https://www.youtube.com/watch?v=H320x19a9VA
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post