একদিনের ব্যবধানে ফের ওমানের সালালাহ তামরিদ রুটে সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ (২১-জুলাই) রয়্যাল ওমান পুলিশের প্রকাশিত ছবিতে দেখা যায়, তামরিদ মহাসড়কের ডিভাইডার ভেঙ্গে বিপরীত সাইটে চলে আসে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেইসাথে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রাকটি।
এর একদিন আগে অর্থাৎ গত ১৯ জুলাই তামরিদ হাইমা সড়কে এক দুর্ঘটনায় মারা যান এক প্রবাসী। সেইসাথে এতে আহত হন আরো ৫জন। ওমানে খোঁজ নিয়ে জানাগেছে, প্রতি বছরের জুলাই মাসে গাড়ি দুর্ঘটনার খবর বেশি পাওয়া যায়। এই সময়ে দেশটির সালালাহ অঞ্চলে খারিফ উৎসব হওয়ায় অনেকেই মাস্কাট ও সোহার থেকে গাড়ি ড্রাইভ করে সালালাহ যান।
আবার অনেক পর্যটক দুবাই, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নিজেদের গাড়ি নিয়েই আসেন এই খারিফ উপভোগ করতে। কিন্তু দীর্ঘ কয়েক হাজার মাইলের এই পথ পাড়ি দিতে যেয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়েন। তাই সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে সকল গাড়ি চালকদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।
আরো পড়ুন:
বিমানের নিয়োগ দুর্নীতি: দুদকের জালে এমডিসহ ৪ জন
পায়ুপথে সোনা আনতে যেয়ে ধরা পড়লেন এক দুবাই প্রবাসী
ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু এবং আহত আরো ৫ জন
তেল চুরির অপরাধে ওমানের তিনটি পেট্রোল পাম্পকে জরিমানা
ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনাবেচা, চক্রের ৫ জন গ্রেফতার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post