মাগুরায় একি দিনে ভিন্ন দুই স্থান থেকে দুই পুলিশ কর্মকর্তার ঝুলন্ত ও গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তার ছুটিতে এসে মাগুরায় গ্রামের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অপর দিকে মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসানের (২৩) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তিনিও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার লাবনী আক্তারের (৪০) ওড়না পেঁচানো মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের খন্দকার শফিকুল আজমের মেয়ে। পারিবারিক অশান্তির জেরে ছুটিতে এসে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বামী দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছেন বলে জানা গেছে।
অপরদিকে মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে পুলিশ লাইন্সের ব্যারাকের ছাদে এই ঘটনা ঘটে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, রাতের ডিউটি থেকে ফিরে আজ সকাল সাড়ে সাতটার দিকে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি।
মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘এর আগে কনস্টেবল মাহমুদুল খুলনায় কর্মরত ছিলেন। তখন তিনি খন্দকার লাবণীর দেহরক্ষী ছিলেন। জানি না, দুজনের মৃত্যুর ঘটনায় অন্য কোনো কারণ আছে কি না।’
নিহত মাহামুদুল হাসানের বাড়ি কুষ্টিয়া দৌলতপুর উপজেলায়। নিহত ব্যক্তি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরা আসেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।
আরো পড়ুন:
বিমানের নিয়োগ দুর্নীতি: দুদকের জালে এমডিসহ ৪ জন
পায়ুপথে সোনা আনতে যেয়ে ধরা পড়লেন এক দুবাই প্রবাসী
ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু এবং আহত আরো ৫ জন
তেল চুরির অপরাধে ওমানের তিনটি পেট্রোল পাম্পকে জরিমানা
ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনাবেচা, চক্রের ৫ জন গ্রেফতার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post