গত তিনদিনের বৃষ্টিতে ওমানের তিনটি প্রদেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। আজ এক বিবৃতিতে দেশটির কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে গত তিনদিন উত্তর আশ শারকিয়াহ প্রদেশের আল মুদাইবির এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৫ মিমি। ধোফার প্রদেশের রেসুত অঞ্চলে ৫৩ মিমি, সিনাও অঞ্চলে ৫১ মিমি এবং জাবাল আখদারে ৩৮ মিমি।
এছাড়াও ধোফার প্রদেশের তাকা এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩ মিমি, আল বুড়াইমি প্রদেশের সুনাইনা এলাকায় ২০ মিমি এবং নেজুয়া এলাকায় ১৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তর আল শারিকিয়াহ প্রদেশের বিদিয়া অঞ্চল ও আল দাখিলিয়াহ প্রদেশের ইজকি অঞ্চলে যথাক্রমে ১৫ মিমি এবং ১১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, আজও ওমানের বেশ কয়েকটি এলাকায় বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বুধবার এক আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ধোফার প্রদেশের উপকূলীয় এলাকায় আজ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আল হাজর পর্বতমালা ও তা আশেপাশের এলাকা, আল ওস্তা মরুভূমিতে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই এ অবস্থায় সকল নাগরিক ও প্রবাসীদের সর্তক থাকার আহ্বান জানানো হয়।
আরো পড়ুন:
৩০ যাত্রী নিয়ে উল্টে গেল বিমান
বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ থেকে মালামাল গায়েব
বিয়ের ৮ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
প্রবাসে ভিন্নধর্মী উদ্যোগ, পর্তুগালে শিশুদের জন্য মক্তব উদ্বোধন
লাইট অফ হচ্ছিল বারবার, বিমানের ভেতরে সবার আধমরা অবস্থা!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post