ওমানে সড়ক দুর্ঘটনায় আহত এক বাংলাদেশি প্রবাসীর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারের সাহায্যে মাসিরাহ থেকে সুর হাঁসপাতালে নেওয়া হয়েছে। আজ (১৯-জুলাই) স্থানীয় সময় দুপুরের দিকে ওমান রয়্যাল এয়ার ফোর্সের একটি হেলিকপ্টারের মাধ্যমে তাকে সুর হাঁসপাতালে নেওয়া হয়।
এদিকে গতকাল (১৮-জুলাই) আরেক বাংলাদেশি প্রবাসীর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারের সাহায্য নিয়ে এগিয়ে আসে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানাগেছে, ওমানের ডিব্বা নামক শহরের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ এক বাংলাদেশি চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। উক্ত প্রবাসীকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিজ উদ্যোগে রয়্যাল এয়ার ফোর্সের সহযোগিতায়, তাদের নিজস্ব হেলিকপ্টারে করে চিকিৎসাধীন বাংলাদেশিকে খাসাব হাসপাতালে স্থানান্তর করা হয়।
একজন প্রবাসীর প্রতি ওমান সরকারের এমন দয়ালু মনোভাবের ভূয়সী প্রশংসা করেন প্রবাসীরা। ওমান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অরো জানানো হয়, ওমানে বসবাসরত সকল নাগরিক এবং প্রবাসী ওমানেরই দায়িত্ব। তাই যে কোনো প্রয়োজনে ওমান সরকার সর্বদা তাদের পাশে থাকবে এমন কথা বলা হয়।
উল্লেখ্য: মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমিক বান্ধব দেশ হিসেবে ওমানের বেশ সুনাম রয়েছে। দেশটিতে প্রায় ৬ লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী রয়েছেন বিভিন্ন পেশায়। দেশটির মরুভূমিতে সবুজায়ন হয়েছে এই বাংলাদেশি প্রবাসীদের মাধ্যমেই। ৫৮ ডিগ্রি তাপমাত্রার উত্তপ্ত মরুভূমিতে কৃষি ফসল আবাদ করে টাক লাগিয়ে দিয়েছেন এই বাংলাদেশীরা। এছাড়াও দেশটির অবকাঠামো উন্নয়নে বেশ অবদান রয়েছে। আর একারণেই দেশটির সরকারের কাছে আলাদা একটা মর্যাদা রয়েছে বাংলাদেশীদের। বর্তমানে দেশটিতে প্রবাসীর তালিকায় ভারতকে ছাড়িয়ে সবচেয়ে বেশি প্রবাসী বসবাস করছেন বাংলাদেশীরা।
আরো পড়ুন:
অসুস্থ রেমিট্যান্স যোদ্ধার পাশে দাঁড়ালো দূতাবাস
প্রবাসীদের জন্য যেসব পেশা নিষিদ্ধ করলো ওমান
ভিসা ছাড়াই ৪১ টি দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে পাত্তা-ই দিলোনা সৌদি আরব!
দেশে জ্বালানী সংকট, মসজিদের এসি বন্ধ রাখার নির্দেশ দিলো সরকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post