বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি যেন প্রতিদিনের একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই হয়রানিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন প্রবাসীরা। বাংলাদেশ বিমানবন্দরের নানাবিধ সমস্যার মধ্যে অন্যতম এখন লাগেজ ব্যবস্থাপনায় অনিয়ম। প্রতিদিনই এই সংক্রান্ত অভিযোগ আসছে প্রবাসীসহ সাধারণ যাত্রীদের থেকে।
সম্প্রতি ১৩ বছর দুবাই থেকে ১ মাসের ছুটি নিয়ে দেশে এসে ঢাকা বিমানবন্দর থেকে নিজের লাগেজের মালামাল খোয়া গেছে বলে জানান মির্জা সেলিম নামে এক প্রবাসী। তিনি গত ৮ জুলাই
এয়ার এরাবিয়ার (G9516) ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নিজের লাগেজ না পেয়ে সন্ধ্যা অব্ধি অপেক্ষা করেন। পরে এয়ার এরাবিয়ার কর্মকর্তারা জানান, পরদিন তার লাগেজ বাসায় পৌঁছে দেয়া হবে।
কিন্তু ৩ দিন পার হলে চতুর্থ দিন অর্থাৎ ১২ জুলাই এসএ পরিবহনের মাধ্যমে তার লাগেজ পৌঁছে দেওয়া হয়। কিন্তু, লাগেজের চেইন ছিলো ভাঙা এবং প্রায় ২৫ হাজার টাকার মালামাল গায়েব ছিলো।
ক্ষোভ প্রকাশ করে মির্জা সেলিম বলেন, টিকিটের টাকা থেকে বিমানবন্দরের নিরাপত্তা, উন্নয়নসহ নানা রকম চার্জ কর্তৃপক্ষ নিয়ে থাকে। কিন্তু এ কেমন নিরাপত্তা। তিনি আরো বলেন, তিনি একা নন। শত শত প্রবাসী এমন হয়রানির শিকার, ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে লিখিত ভাবে জানিয়েছেন মির্জা সেলিম।
আরো পড়ুন:
অসুস্থ রেমিট্যান্স যোদ্ধার পাশে দাঁড়ালো দূতাবাস
প্রবাসীদের জন্য যেসব পেশা নিষিদ্ধ করলো ওমান
ভিসা ছাড়াই ৪১ টি দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে পাত্তা-ই দিলোনা সৌদি আরব!
দেশে জ্বালানী সংকট, মসজিদের এসি বন্ধ রাখার নির্দেশ দিলো সরকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post