আরব সাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে ওমানে গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারও মানুষ। মানুষের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। তবে আজ থেকে নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্ন বায়ুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ওমান আবহাওয়া কর্তৃপক্ষ।
এদিকে রোববার (১৭-জুলাই) রুস্তাকে পানিতে ডুবে দুই নাগরিকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রুস্তাকের ওয়াদি আল-হিমলিতে দুই নাগরিক ডুবে যাওয়া। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় বলে জানিয়েছে, সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ)।
আরো পড়ুন:
সৌদি-যুক্তরাষ্ট্র ১৮ চুক্তি স্বাক্ষর
ওমান যেতে ভিসা লাগবে না ‘বিশেষ’ পাসপোর্টধারীদের
প্রবাসীদের উপর দুইশতাধিক পেশা নিষিদ্ধ করলো ওমান
আরব সাগরে শক্তিবৃদ্ধি নিম্নচাপ, ওমানে সর্বোচ্চ সতর্কতা জারী
বাংলাদেশে সমরাস্ত্র নিয়ে আসার পথে গ্রিসে কার্গো বিমান বিধ্বস্ত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post