প্রবাসীদের উপর দুইশতাধিক পেশা নিষিদ্ধ ঘোষণা করলো ওমান সরকার। রবিবার (১৭-জুলাই) এক প্রজ্ঞাপনে দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ওমান মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মোট ২০৭ টি পেশায় প্রবাসীদের নিষেধাজ্ঞা আরোপ করেছেন শ্রম মন্ত্রী ডঃ মাহাদ বিন সাইদ ভাওয়াইন।
নতুন এই নিষেধাজ্ঞার তালিকাভুক্ত পেশার মধ্যে রয়েছে:
স্টাফ বিষয়ক পরিচালক/ব্যবস্থাপক
জনসংযোগ পরিচালক/ব্যবস্থাপক
মানবসম্পদ পরিচালক/ব্যবস্থাপক
সম্পর্ক ও বাহ্যিক যোগাযোগের পরিচালক
সিইও অফিসের পরিচালক/ব্যবস্থাপক
কর্মসংস্থান পরিচালক ম্যানেজার মো
ফলো-আপ ডিরেক্টর/ম্যানেজার
নিরাপত্তা সুপারভাইজার
ভর্তি ও নিবন্ধনের পরিচালক/ব্যবস্থাপক
ছাত্র বিষয়ক পরিচালক/ব্যবস্থাপক
ক্যারিয়ার গাইডেন্স ডিরেক্টর/ম্যানেজার
ফুয়েল স্টেশন ম্যানেজার
উপ-পরিচালক/ব্যবস্থাপক-জেনারেল
পরিচালক ব্যবস্থাপক
মহাব্যবস্থাপক
মানব সম্পদ বিশেষজ্ঞ
কর্মসংস্থান বিশেষজ্ঞ
গ্রন্থাগারিক
নির্বাহী সমন্বয়কারী
কাজের চুক্তি নিয়ন্ত্রক
স্টোর সুপারভাইজার
ঋণ সংগ্রাহক
কনস্ট্রাকশন টুলস অ্যান্ড ইকুইপমেন্ট অফিসার
ওয়াটার মিটার রিডার
বিদ্যুৎ মিটার রিডার
ভ্রমন নির্দেশনাকারী
ভ্রমণ টিকিটিং অফিসার
ট্রাভেলার্স সার্ভিস অফিসার
ডেলিভারি এজেন্ট
মুদি
গার্ড
চৌকিদার
বাস চালক
পাবলিক গাড়ির চালক
অর্থাৎ ট্যাক্সি চালক সহ বেশকিছু পেশায় প্রবাসীদের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে কবে থেকে নতুন এই আইন বাস্তবায়ন হবে তা জানা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই আইনের ফলে ভারতীয়রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তবে বাংলাদেশি শ্রমিকদের উপরও কিছুটা নেতিবাচক প্রভাব ফেলবে।
আরো পড়ুন:
জুয়ার টাকার জন্য প্রবাসীর স্ত্রী ও ছেলেকে খুন!
সৌদি আরবে পুনরায় ভিক্ষা করছেন সেই মতিয়ার
চারদিনের রাষ্ট্রীয় সফরে মধ্যেপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট
গরমের তীব্রতা থেকে বাঁচতে মহানবী (সা.) এর উপদেশ
ওমানে ভারী বর্ষণ, হেলিকপ্টারের সাহায্যে চলছে খাদ্য বিতরণ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post