টানা কয়েকদিনের ভারী বর্ষণে ওমানের বেশকিছু অঞ্চলে বন্যা দেখা দেয়। আকস্মিক এই বন্যায় চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। গ্রীষ্মকালীন নিম্নচাপে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এরই মধ্যে হেলিকপ্টারের মাধ্যমে চিকিৎসা কর্মী এবং খাদ্য সরবরাহ করছে দেশটির রয়্যাল এয়ার ফোর্স।
এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওমানের রয়্যাল এয়ার ফোর্স হেলিকপ্টারের মাধ্যমে রুস্তাকের পাহাড়ি গ্রাম ইয়াসোব, ওয়াকা এবং নাফা এলাকার প্রতিটি ক্ষতিগ্রস্ত পাহাড়ি এলাকাগুলোতে চিকিৎসা কর্মী, চিকিৎসা সরঞ্জাম এবং খাদ্য সরবরাহ পরিবহনের কাজ চালিয়ে যাচ্ছে। মৌসুমি নিম্নচাপের ফলে উক্ত অঞ্চলে বেশ ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, আরব সাগরে গ্রীষ্মকালীন নিম্নচাপের কারণে রবিবার মাস্কাট সহ বেশকিছু অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাষ দিয়েছে ওমান আবহাওয়া অফিস। শনিবার এক বিবৃতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ওমান উপকূল থেকে ৯৬৪ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি বর্তমানে ঘণ্টায় ১৭ থেকে ২৭ নটিক্যাল মাইল গতিবেগে আসছে। এটি আগামী দুই দিনের মধ্যে ওমানের উপকূলের পশ্চিমাংশে আঘাত হানতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
রোববার দেশটির দক্ষিণ ও উত্তর আশ শারকিয়া, মাস্কাটের দক্ষিণ এলাকা, আল উস্তা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিসহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এ সময় ২০ থেকে ৬০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিমি।
আগামী সোমবার (১৮-জুলাই) নিম্নচাপের প্রভাবে মাস্কাট, উত্তর ও দক্ষিণ আশ শারকিয়া, আল উস্তা, আল দাখিলিয়া, দক্ষিণ ও উত্তর আল বাতিনা, আল বুড়াইমি, আল দাহিরাহ এবং মুসান্দাম প্রদেশে ভারী বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় ৩০ থেকে ৮০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ কিমি থেকে ৬০ কিমি পর্যন্ত।
আসন্ন নিম্নচাপে সবাইকে সতর্ক থাকতে বলছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এসময় উপত্যকা পারাপার না হওয়া, সমুদ্র সৈকতে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এছাড়াও বাড়ী থেকে বের হবার সময় সকলকে আবহাওয়া বুলেটিনগুলি অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
মালয়েশিয়াগামী বাংলাদেশিদের জন্য সুখবর
বিশ্বের সবচেয়ে দামি স্থাপনা মসজিদে হারাম
ওমান সাগরের উত্তাল ঢেউয়ে বাবা-ছেলের মৃত্যু
ওমানে সেলফি তুলতে তুলতে মারা গেলেন দুই পর্যটক
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post