সেলফি তুলতে গিয়ে প্রাণ হারানোর খবর পাওয়া যায় অহরহ। হাতের মুঠোয় স্মার্টফোন থাকায় মহামারির মতো ছড়িয়ে পড়েছে সেলফি তোলার প্রবণতা। যেকোনো সময় বিপদ ঘটতে পারে, সেটা জেনেও সেলফি তোলার জন্য একবারও পিছপা হন না সেলফিপ্রেমীরা। আর এমনই এক সেলফি তুলতে গিয়ে ওমান সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে গেলেন একদল পর্যটক।
বিশেষজ্ঞরা বলছেন, সেলফি এখন আর অভ্যাস নয়, এটি একটি মানসিক রোগে পরিণত হয়েছে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, উত্তাল ওমান সাগরের তীরে বসে সেলফি তুলতে গিয়ে সমুদ্রের পানিতে ভেসে যান কয়েকজন পর্যটক।
টুইটার থেকে শেয়ার হওয়া ২৮ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, সমুদ্রের বিশাল বড় ঢেউ পাথরের ওপর আছড়ে পড়ছে। সমুদ্রের ঢেউয়ের সেই পানিতে ভেজার লোভ অনেক পর্যটক সামলাতে পারেননি। উত্তাল সমুদ্রের ধারে পিচ্ছিল পাথুরে পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের সেই ঢেউ উপভোগ করতে ব্যস্ত ছিলেন এক দল পর্যটক। কেউ আছড়ে পড়া ঢেউয়ে নিজেদের ভিজিয়ে নিচ্ছেন, কেউ আবার সমুদ্রের বিশাল ঢেউকে ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করে সেই দৃশ্য ক্যামেরাবন্দিতে ব্যস্ত ছিলেন। কেউ আবার সেলফি তুলতে ব্যস্ত।
কিন্তু হঠাৎই বিশাল একটি ঢেউ আছড়ে পড়তেই পাথরের ওপর ছিটকে পড়লেন বেশ কয়েকজন। এরপর আছড়ে পড়া সেই ঢেউয়ের গতি সমুদ্রের পানিতে ভাসিয়ে নিয়ে যায় ২ পর্যটককে। তারা মিলিয়ে যান সমুদ্রের সাদা ফেনার অন্তরালে। ভিডিওটি দেখে অনেকেই আঁতকে উঠছেন। একটু আগেই যেখানে পার্টি চলছিল, সেখানেই আর্তনাদের শব্দ ভেসে ওঠে।
ওমান সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী এবছর ঈদ উদযাপন করতে যেয়ে দেশটির সাগরের উত্তাল ঢেউ, পাহাড়ি উপত্যকা ও ভারী বর্ষণে ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে। যাদের মধ্যে ৮ জন প্রবাসী এবং ৮ জন ওমানি নাগরিক। এখনো ৪ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ওমান পুলিশ।
আরো পড়ুন:
পৃথিবীর জন্মের আগের মহাবিশ্ব দেখালো নাসা
আসন্ন কাতার বিশ্বকাপে নিষিদ্ধই থাকছে মদ্যপান
ওমানে নতুন আইন, অমান্য করলেই জেল ও জরিমানা
রেমিট্যান্সে ঢল, ৭ দিনে আসলো প্রায় ৮৫০০ কোটি টাকা
ওমানে ঈদের আনন্দে শোঁকের ছায়া, ১১ জনের মরদেহ উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post