বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে আর বাঁধা নেই। ইতোমধ্যে দুই হাজারেরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ থেকে নির্বাচিত ২৫টি এজেন্সির মধ্যে ১৫টি এ নিয়োগ প্রক্রিয়ায় সহযোগিতা করছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, পূর্বে যে প্রযুক্তিগত সমস্যার কারণে বাংলাদেশি শ্রমিক নিয়োগে বিলম্ব হয়েছিল, সেগুলো সমাধান করা হয়েছে। আগ্রহী এজেন্সি বা নিয়োগকর্তারা যারা ভিসার লেভি বা কর পরিশোধ করেছে ও বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে, তারা তাদের আবেদনগুলো বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়ে কর্মসংস্থান ও কাজের ভিসা ডকুমেন্টেশন নিশ্চিতকরণের জন্য আবেদন করতে পারবেন। মানসম্মত নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এসব বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় প্রবেশাধিকার দেয়া হবে।
এছাড়াও মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কর্তৃক নির্ধারিত ন্যূনতম প্রয়োজনীয়তাগুলো মেনে চলতে হবে বাংলাদেশি কর্মীদের। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশের বাকি ১০টি শ্রম সংস্থার কর্মী যাচাই-বাছাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন।
গত বছরের ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বাংলাদেশি কর্মীদের নিয়োগের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন, যা ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে।
এই সমঝোতা স্মারকে মালয়েশিয়ার নিয়োগকর্তা ও বাংলাদেশি শ্রমিকদের দায়িত্ব এবং উভয় দেশের বেসরকারি কর্মসংস্থান সংস্থার দায়িত্বসহ উভয় দেশের দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে বলে জানান মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।
আরো পড়ুন:
পৃথিবীর জন্মের আগের মহাবিশ্ব দেখালো নাসা
আসন্ন কাতার বিশ্বকাপে নিষিদ্ধই থাকছে মদ্যপান
ওমানে নতুন আইন, অমান্য করলেই জেল ও জরিমানা
রেমিট্যান্সে ঢল, ৭ দিনে আসলো প্রায় ৮৫০০ কোটি টাকা
ওমানে ঈদের আনন্দে শোঁকের ছায়া, ১১ জনের মরদেহ উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post