ফুটবল বিশ্বকাপ মানেই স্পোর্টস ট্যুরিজমের ব্যবসার সবচেয়ে বড় আসর। কিন্তু এবারের আসরে সেই ব্যবসায় ধস নামার ব্যপাক আশংকা তেরি হয়েছে। কারণ বিশ্বকাপ ফুটবলের ৯২ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মুসলিম দেশে প্রতিযোগিতার আসর বসছে। মুসলিম দেশ হওয়ায়, বিশ্বকাপের চিরাচরিত রুপে পড়েছে কাতারের অনুশাসন বাধার প্রাচীর।
অতিথিদের আতিথিয়তায় হোটেল সমস্যা কাটিয়ে উঠলেও স্টেডিয়ামের ভেতরের কিংবা বাইরের পরিবেশে একেবারেই থাকছে মুসলিম দেশের স্বাভাবিক আচরণে। কড়াকড়ি নিষেধাজ্ঞা আছে বেশ কিছু ব্যাপারে।
বিশ্বের বেশিরভাগ ফুটবল দর্শক বিশেষ করে ইউরোপিয়ান ও লাতিন আমেরিকান দর্শকরা বিয়ার পান করতে করতে ফুটবল দেখায় অভ্যস্ত। কাতার মুসলিম দেশ হওয়ায় কড়া পানীয় নিয়ে স্টেডিয়ামে বসে খেলা দেখায় পড়েছে কড়া নিষেধ। বিশ্বকাপ এর অন্যতম স্পন্সর বিয়ার পরিবেশনকারী সংস্থা বার্ডওয়াই সার তাই পড়েছে মহা বিপাকে। যদিও নন অ্যালকোহলিক ড্রিংক বার্ড ওয়াইসার জিরো নিয়ে রয়েছে অনিশ্চত সম্ভবনা।
এদিকে, বান্ধবী নিয়ে এসে বিশ্বকাপ দেখার চিরাচরিত রুপেও দাঁড়ি টেনেছে উদ্যোক্তা রক্ষনশীল কাতার। কাতারের প্রচলিত আইন অনুযায়ী হোটেলে স্ত্রী ছাড়া অন্য কোনও নারীর সঙ্গে চেক ইন করায় নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বিশ্বকাপ এর সময়েও। এই সব নিষেধাজ্ঞায় মাথায় হাত পড়েছে স্পোর্টস ট্যুরিজম ব্যবসার সাথে সংশ্লিস্টদের।
আরো পড়ুন:
পৃথিবীর জন্মের আগের মহাবিশ্ব দেখালো নাসা
আসন্ন কাতার বিশ্বকাপে নিষিদ্ধই থাকছে মদ্যপান
ওমানে নতুন আইন, অমান্য করলেই জেল ও জরিমানা
রেমিট্যান্সে ঢল, ৭ দিনে আসলো প্রায় ৮৫০০ কোটি টাকা
ওমানে ঈদের আনন্দে শোঁকের ছায়া, ১১ জনের মরদেহ উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post