প্রেমের টানে মালয়েশিয়া থেকে কুমিল্লায় এসে বিয়ের পিঁড়িতে বসেছেন নূর আজিমা বিনতে মোস্তফা। এখানকার মানুষ আর গ্রামের পরিবেশে মুগ্ধ তরুণী আগ্রহ প্রকাশ করেছেন স্বামীর সঙ্গে বাংলাদেশেই থাকার।
মঙ্গলবার সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী বর সাইফুল ইসলাম সুজনের সঙ্গে বিয়ের পর এই তরুণী বলেন, “সুজনকে আমার অনেক পছন্দ। তিনি একজন ভালো মনের মানুষ। তাই তাকে সারাজীবন কাছে পেতে বিয়ে করেছি।”
“এ ছাড়া বাংলাদেশের মানুষ খুব ভালো। সাইফুলদের গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লেগেছে। ইনশাআল্লাহ, আমার এখানে থাকতে কোনো সমস্যা নেই। তার পরিবারের সবাই আমাকে খুবই আপন করে নিয়েছে।” সাইফুল ইসলাম সুজন কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
এর আগে সোমবার মালয়েশিয়ার পেনাং শহর থেকে ওই তরুণী সাইফুলের গ্রামের বাড়ি দীঘলগাঁও আসেন। সঙ্গে ছিলেন তরুণীর খালা ও খালাতো বোন। প্রেমিকের বাড়িতে আসলে তার পরিবারের সদস্যরা তাদেরকে স্বাগত জানিয়ে বরণ করে নেয়। পরে দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ের পিড়িতে বসেন তারা।
সাইফুল ইসলাম সুজন বলেন, “নূর আজিমা অত্যন্ত ভদ্র এবং মার্জিত চরিত্রের। এক বছর আগে আমাদের এনগেজমেন্ট হয়েছে মালয়েশিয়ায়। আমি চেয়েছিলাম বিয়ে বাংলাদেশে হবে। তার পরিবার আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছে। এরপর সে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। পরে আমার পরিবার এবং তার পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। সে বাংলাদেশে থাকার আগ্রহ প্রকাশ করেছে। আমি সবার কাছে দোয়া চাই।”
বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক জানান, সাইফুল ইসলাম সুজন ১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করেন। ব্যবসার সুবাদে ওই শহরের বাসিন্দা নূর আজিমা বিনতে মোস্তফার সঙ্গে তার পরিচয় হয়। পরে দুজনের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে সোমবার প্রেমিক সাইফুলের গ্রামের বাড়িতে আসেন নূর আজিমা ।
আরো পড়ুন:
পৃথিবীর জন্মের আগের মহাবিশ্ব দেখালো নাসা
আসন্ন কাতার বিশ্বকাপে নিষিদ্ধই থাকছে মদ্যপান
ওমানে নতুন আইন, অমান্য করলেই জেল ও জরিমানা
রেমিট্যান্সে ঢল, ৭ দিনে আসলো প্রায় ৮৫০০ কোটি টাকা
ওমানে ঈদের আনন্দে শোঁকের ছায়া, ১১ জনের মরদেহ উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post