লম্বা বিরতির পর ফের আশার আলো দেখাচ্ছে রেমিটেন্স প্রবাহে। পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে বেড়েছে দেশের রেমিট্যান্স প্রবাহ। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, ঈদের আগে ছয় দিনে ৭৪ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে এ অর্থের পরিমাণ ৬ হাজার ৯২৪ কোটি ৬৪ লাখ টাকা।
সদ্য শেষ হওয়া ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২১ হাজার কোটি ডলারের কিছু বেশি। শুরু হওয়া নতুন অর্থবছরের (২০২২-২৩) মাত্র প্রথম পাঁচদিনেই জোয়ারে ভাসছে প্রবাসী আয়।
ঈদের আগে দেশে থাকা স্বজনরা যেন একটু ভালো করে ঈদ উদযাপন করতে পারেন, কোরবানির পশু কিনতে পারেন, সেজন্য প্রতিবছর ঈদের আগেই রেমিট্যান্স আসে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য মতে, কোরবানির ঈদ বা ঈদুল আজহার আগে প্রবাসীরা ব্যাপক হারে পাঠিয়েছেন তাদের উপার্জন। চলতি জুলাই মাসের প্রথম পাঁচদিনে ৭৪ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, যে হারে রেমিট্যান্স এসেছে, তা খুবই ইতিবাচক। সাধারণত প্রতি ঈদের আগেই রেমিট্যান্স বাড়ে। তবে এবারের রেমিট্যান্স আসার হার একটু বেশি। এদিকে, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে রেমিট্যান্স বাড়বে। গত ছয় মাসে আরও ১০ লাখের মতো শ্রমিক বিদেশে গেছেন। তাদের পাঠানো আয় অচিরেই রেমিট্যান্সের খাতে যোগ হবে। ফলে বাড়বে রেমিট্যান্স।
আর, কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, ডলার প্রতি এখন পাওয়া যাচ্ছে ৯৩ টাকা ৪৫ পয়সা। ব্যাংকের ডলার সংকট কাটাতে রেমিট্যান্স আহরণে বিশেষ সুবিধার আওতায় আরও বেশি টাকা দিচ্ছে ব্যাংকগুলো। এ ছাড়া সরকার আড়াই শতাংশ হারে নগদ প্রণোদনা দিচ্ছে রেমিট্যান্সে। এতে ডলারপ্রতি ৯৫-৯৬ টাকা পাচ্ছেন গ্রাহকরা। ফলে সব মিলিয়ে আশা করা যাচ্ছে যে, আবারও রেমিটেন্সের বাজারে সুবাতাস বইতে শুরু করেছে। তবে, এই রেমিটেন্স জোয়ার তখনই বজায় থাকবে যদি, প্রবাসীরা সন্তুষ্ট থাকেন এবং হয়রানির স্বীকার না হন। তবেই তারা বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠাবেন এমনটি জানিয়েছেন প্রবাসীরা।
আরো পড়ুন:
ওমানের যে পণ্য স্বর্ণের চেয়েও দামি!
মরুর বুকে সৌন্দর্যের লীলাভূমি সালালাহ
যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ
মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া চালু
বিশ্বজুড়ে বাড়ছে পণ্যের দাম, জনগণের পাশে দাঁড়ালেন সৌদি বাদশাহ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post