অবৈধ বাংলাদেশিদের জন্য বৈধকরণ প্রক্রিয়া চালু করেছে মালদ্বীপ সরকার। এই সুযোগ গ্রহণে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের প্রতি অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১ জুলাই) দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আওতায় বৈধকরণ প্রক্রিয়া বর্তমানে চালু আছে। যাদের বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট নেই, তাদের দ্রুত ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করে বৈধভাবে কাজ করতে অনুরোধ করা হচ্ছে।
বৈধকরণ প্রক্রিয়ার জন্য প্রবাসীদের ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে আবেদন করার পরামর্শও দেওয়া হয়। এছাড়া কোনো তথ্য প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। ইমেইল- [email protected] বাংলাদেশ হাইকমিশনের ফোন ৩৩২০৮৫৯ অথবা ভাইবার নাম্বার ৭৬১৬৬৩৬
আরো পড়ুন:
সোনার হরিণের আশায় দুবাই যেয়ে ফুটপাতে ঘুমাচ্ছেন প্রবাসীরা
হাজিদের নিরাপত্তায় মক্কায় সামরিক বাহিনীর মহড়া
ওমানে বৃষ্টির সময় সতর্কতা অবলম্বনের আহ্বান
বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন
ওমানি যুবকের প্রশংসায় নেট দুনিয়া
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post