ওমানের ব্রিটিশ স্কুলে হেড গার্ল হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দা হেয়াম। তার বাবা এস এম জসিম উদ্দিন ওমানের একজন সফল ব্যবসায়ী। জানাগেছে, ওমানের রাজধানী মাস্কাটের দ্যা ব্রিটিশ স্কুলের এই প্রথম কোন বাংলাদেশী শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হওয়া হেড গার্ল এবং স্কুল লিডার হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি।
সৈয়দা হেয়ামের বাড়ি চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নের মধ্যম কদলপুর গ্রামে। ওমানের ওই স্কুলে বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ৫০০ শিক্ষার্থী পড়ালেখা করে। এরমধ্যে ১৯৭২ সালে ওই স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই প্রথম বাংলাদেশী ছাত্রী হিসেবে পুরো স্কুলের দেড় হাজার শিক্ষার্থীর লিডার নির্বাচিত হয় সৈয়দা হেয়াম।
প্রতিষ্ঠানের পক্ষথেকে সম্প্রতি এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে হেড গার্ল ও স্কুল লিডার সৈয়দা হেয়ামের নেতৃত্বে এ-লেভেল গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২২ স্কুল থিয়েটারে অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রিটিশ হাই কমিশনার বিল মারে, ওমান শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি,স্কুল কমিটির পরিচালকবৃন্দসহ বিভিন্ন শিক্ষা অনুরাগী ও অভিভাবকবৃন্দ।
সৈয়দা হেয়াম ২০০৮ সালে ওমানের ওই ব্রিটিশ স্কুলে ভর্তির হন। সেই থেকে দীর্ঘ ১৪ বছর স্কুলটিতে সুনামের সাথে তাঁর শিক্ষাজীবন অতিবাহিত করেন। স্কুল জীবনে বাংলাদেশী মেয়ে হেয়ামের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ইয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কলারশিপ প্রতিযোগিতায় মালয়েশিয়া, চায়না, কাতার, ইউএসএ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পেছনে ফেলে হেয়ামের বিজয়ী হওয়া। মেধাবী সৈয়দা হেয়াম ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান।
দীর্ঘ ১৪ বছরের স্কুল জীবনের সুন্দর পথচলা এবং সু্ন্দর ভবিষ্যৎ কামনা করে সৈয়দা হেয়ামকে অভিনন্দন বানী পাঠান ওই ব্রিটিশ হেড অব স্কুল। হেয়ামের বাবা ওমানে তিনি তিন দশক ধরে সুনামের সাথে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সময় দেশের প্রায় অর্ধশত মানুষের কর্মসংস্থান করেছেন।
আরো পড়ুন:
সোনার হরিণের আশায় দুবাই যেয়ে ফুটপাতে ঘুমাচ্ছেন প্রবাসীরা
হাজিদের নিরাপত্তায় মক্কায় সামরিক বাহিনীর মহড়া
ওমানে বৃষ্টির সময় সতর্কতা অবলম্বনের আহ্বান
বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন
ওমানি যুবকের প্রশংসায় নেট দুনিয়া
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post