মালয়েশিয়ায় কর্মী নিয়োগে অনুমোদন পাওয়া ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে অনিয়মের অভিযোগে রিক্রুটিং এজেন্সি বেস্টিনেট এসডিএন বিএইডির অফিসে অভিযান চালানো হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুর শহর ও সেলাঙ্গর রাজ্যে অবস্থিত এজিন্সির একাধিক অফিসে অভিযান চালান মালয়েশীয় দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) কর্মকর্তারা। খবর ফোকাস মালয়েশিয়া।
এ সময় ‘মালয়েশীয় সিন্ডিকেট মাস্টারমাইন্ড’ দাতুক সেরি আমিনসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়। আটকের পর ২৫ বাংলাদেশি এজেন্সি বাছাইয়ে জড়িত থাকার বিষয়ে চলমান তদন্তের অংশ হিসেবে বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে বিভিন্ন আর্ন্তজাতিক গণমাধ্যম।
আলাদা একটি সূত্র জানায়, বাংলাদেশ হাইকমিশনের মালয়েশিয়া অফিসেও ২৫ রিক্রুটিং এজেন্সি বাছাইয়ের ব্যাপারে জানতে চাওয়া হয়। এজেন্সির তালিকা বাংলাদেশ সরকার দিয়েছে কি না এবং কীসের ভিত্তিতে এসব লাইসেন্স তালিকাভুক্ত করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। কিন্তু এসব প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি তারা।
এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের কিছু এজেন্সি ইতোমধ্যে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক লোকজনের পাসপোর্ট সংগ্রহ শুরু করেছে। কিছু মেডিকেল সেন্টার সরকারি নির্দেশনা অমান্য করে অভিবাসীদের মেডিকেল টেস্টও শুরু করেছে। তারা পরীক্ষার জন্য অভিবাসীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে বলেও জানা গেছে।
আরো পড়ুন:
সোনার হরিণের আশায় দুবাই যেয়ে ফুটপাতে ঘুমাচ্ছেন প্রবাসীরা
হাজিদের নিরাপত্তায় মক্কায় সামরিক বাহিনীর মহড়া
ওমানে বৃষ্টির সময় সতর্কতা অবলম্বনের আহ্বান
বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন
ওমানি যুবকের প্রশংসায় নেট দুনিয়া
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post