আবারো বিশ্বজুড়ে জেঁকে বসেছে করোনা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। দুই দিন আগেও দৈনিক মৃত্যু ছিল ৯০০–এর কিছু বেশি। কিন্তু গতকাল মঙ্গলবারই মারা গেছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। গত রোববার সাড়ে ৫ লাখের কম করোনা শনাক্ত ছিল, যা গতকাল ৯ লাখ ছাড়িয়ে গেছে।
পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের দেওয়া হিসাব অনুযায়ী গতকাল করোনা কেড়ে নিয়েছে ১ হাজার ৪০২ জনের প্রাণ। একই সময়ে ৯ লাখ ১২ হাজার ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সবচেয়ে বেশি করোনা শনাক্ত হচ্ছে ইউরোপে। মঙ্গলবার ফ্রান্সে গোটা বিশ্বের সর্বোচ্চ ২ লাখ ৬ হাজার ৫৫৪ জনের করোনা শনাক্ত হয়। এরপর শনাক্ত হয় ইতালি ও জার্মানিতে।
করোনায় মৃত্যুর দিক থেকে সবার ওপরে রয়েছে ব্রাজিলের নাম। দেশটিতে গতকালও ৩৯৩ জন করোনা আক্রান্ত মানুষ মারা গেছেন। ব্রাজিলের পরই যুক্তরাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ১৪৪ জনের।
একই সময়ে বাংলাদেশ করোনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯৮ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭৪।
করোনা মহামারির প্রায় আড়াই বছর পার হতে চলেছে। মাঝে প্রায় তিন মাস সংক্রমণ কমে এলেও আবার বাড়তে শুরু করেছে। জুনের শুরু থেকেই বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকে। এখন দু–এক দিনের ব্যবধানে শনাক্ত কয়েক লাখ ও কয়েক শ মৃত্যু বেড়েছে।
আরো পড়ুন:
সোনার হরিণের আশায় দুবাই যেয়ে ফুটপাতে ঘুমাচ্ছেন প্রবাসীরা
হাজিদের নিরাপত্তায় মক্কায় সামরিক বাহিনীর মহড়া
ওমানে বৃষ্টির সময় সতর্কতা অবলম্বনের আহ্বান
বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন
ওমানি যুবকের প্রশংসায় নেট দুনিয়া
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post