জীবনের মায়া ত্যাগ করে প্রবল স্রোতে ভাসতে থাকা ২ শিশুকে উদ্ধার করে প্রশংসায় ভাসছেন এক ওমানি যুবক। ইতোমধ্যে উদ্ধারের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ওমানের স্থানীয় একটি পত্রিকার বরাতে সম্প্রতি আলজাজিরা জানায়, ওমানের একটি উপত্যকা দিয়ে প্রবল বেগে স্রোত অতিবাহিত হচ্ছিল। ঘটনাক্রমে তাতে পড়ে যায় দুই শিশু।
সেখান থেকে তাদের উদ্ধার করা ছিল খুবই কঠিন। কিন্তু যুবকটি জীবন বাজি রেখে ওই কঠিন কাজটিই করে। আলজাজিরা আরো জানায়, উদ্ধার হওয়া শিশু দু’টির বয়স যথাক্রমে ৮ ও ১৩ বছর। উদ্ধারকারী জানান, স্রোতের সাথে তারাও ভেসে যাচ্ছিল। আমিও নিজের জীবন নিয়ে শঙ্কিত ছিলাম। কিন্তু সাথে তাদের উদ্ধার না করলে যে তারা মারা যাবে- সেই বিষয়টির কাছে আমার জীবন রক্ষার ব্যাপারটি পরাজিত হয় এবং আমি তাদের উদ্ধার করি।
তিনি বলেন, আমি আমার বাবা ও ভাইকে সাহায্য করতে পাহাড়ে এসেছিলাম। কিন্তু যখন তাদেরকে এভাবে দেখলাম, তখন শরীরে রশি বেঁধে আল্লাহর নাম নিয়ে উপত্যকার স্রোতে নেমে পড়ি। তিনি আরও বলেন, ‘আল্লাহর দয়া ও অনুগ্রহে তাদের উদ্ধার করতে সক্ষম হই, আলহামদুলিল্লাহ।’ এদিকে ওমানি যুবকটির এই সাহসিকতার প্রশংসা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আরববিশ্বে অনলাইনে সক্রিয় অনেকেই তাকে ধন্যবাদ জানাচ্ছেন।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় রামদার কোপে বাংলাদেশি নিহত
সদ্য বিদায়ী অর্থবছরে রেমিট্যান্স কমলো ৩৫ হাজার কোটি টাকা
মাসের পর মাস গেলেও কর্মী যাচ্ছেনা মালয়েশিয়ায়
১১ মাস ধরে আশংকাজনক হারে কমছে রেমিট্যান্স
ব্যবস্থাপনায় বিশ্বের দ্বিতীয় শীর্ষ বন্দর ওমানের সালালাহ পোর্ট
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post