মালয়েশিয়ায় শনিবার (২ জুলাই) মধ্যরাত পর্যন্ত একদিনে নতুন করে দুই হাজার ৫২৭ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ৩৫৫ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়, আক্রান্তদের মধ্যে ৪ জন দেশের বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছেন, ২ হাজার ৫২৩ জন দেশে সংক্রমিত হয়েছেন। তবে, গত একদিনে নতুন করে কারো মৃত্যু হয়নি, দেশটিতে এ পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৭১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২জুলাই) ২ লাখ ৩২ হাজার ৯৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৯৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৭ জন। করোনা সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আমিরাত স্বাস্থ্য বিভাগ।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় চিরুনি অভিযান, চরম আতঙ্কে প্রবাসীরা
বিশ্বে ফের ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, একদিনে সংক্রমণ ছাড়ালো ৭ লাখ
প্রবাসী স্বামীর মরদেহ দেখে স্ট্রোক করে মারা গেলেন স্ত্রী
মালয়েশিয়ায় হুন্ডির দাপট, প্রণোদনা বাড়ানোর পরও রেমিট্যান্সে ভাটা
ওমানের ব্যাংক মাস্কাট থেকে ঋণ নিল বাংলাদেশের সিটি ব্যাংক
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post