ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক আজ (বুধবার) নতুন রয়্যাল ডিক্রি জারি করেছে। এই রয়্যাল ডিক্রিগুলো হলোঃ
১ নং অনুচ্ছেদের একটি আদেশে বলা হয়েছে যে, ওমানের “বিশেষ অফিস” নামকরণে একটি অফিস স্থাপন করা হবে। যেই অফিস শুধুমাত্র মহামান্য সুলতানকে রিপোর্ট করবে। এর সাংগঠনিক কাঠামোটি রয়্যাল ডিক্রি দ্বারা অনুমোদিত হবে।
২ নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে, বিশেষ আদেশে এই ডিক্রিটির সাথে সংযুক্ত এসেক্স অনুসারে সংজ্ঞায়িত করা হবে।
৩ নং অনুচ্ছেদে বলা হয়েছে যে বিশেষ অফিসের একজন রয়্যাল ডিক্রি দ্বারা নিয়োগপ্রাপ্ত ও অফিসের বিভিন্ন ক্ষেত্রে কর্মচারী নিয়োগের জন্য একজনকে অফিস প্রধানের পদ দেওয়া হবে।
আরও পড়ুনঃ ওমানের সুপ্রিম কমিটির নতুন ঘোষণা
৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে যে, বিশেষ অফিসের কর্মচারীরা রয়্যাল কোর্টের আর্থিক আইনের দেওয়ানি বিধি ও রয়েল কোর্টের দিওয়ানি আইনের অধীনে কর্মচারীদের পেনশনের ব্যবস্থা করা হবে।
https://www.youtube.com/watch?v=j8h_tu4CmCY
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post