অবশেষে খুলে দেওয়া হইলো ওমানে করোনা আক্রান্তের সবচেয়ে রেড জোন অঞ্চল মাতরাহ’র লকডাউন। ওমানে করোনাভাইরাস মোকাবেলার দায়িত্বে থাকা সুপ্রিম কমিটি গণমাধ্যমকে জানিয়েছে যে, আগামী শনিবার থেকে মাতরাহ অঞ্চলের লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানাতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী লকডাউনের বিষয়ে এই তথ্য জানান।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের অনলাইনে জারি করা সর্বশেষ তথ্য অনুযায়ী, ওমানে নতুন করে ৭৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২২৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। যাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ৫৮ জন। তবে গত ২৪ ঘণ্টায় ৬০৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। দেশটিতে মোট সুস্থ রোগীর পরিমাণ তিন হাজার ৪৫১ জন।
আরও পড়ুনঃ ওমানে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য নতুন ঘোষণা
তবে দেশটিতে আগের তুলনায় কেনো করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রমজানের শেষার্ধে ও ঈদের ছুটিতে সরকার কর্তৃক যে নিষেধাজ্ঞাগুলি দেওয়া ছিলো, সেই নিষেধাজ্ঞা মেনে চলেননি অনেকে। এছাড়াও ঈদের ছুটিতে দেশটির বেশ কয়েকটি স্থানে জমায়েত হয়েছে। যে কারণে বর্তমানে দেশটিতে আগের তুলনায় করোনা রোগীর সংখ্যা বেশি। এই সময় স্বাস্থ্যমন্ত্রী জানান আগামী শনিবার থেকে মাতরাহ’র বেশিরভাগ এলাকায় লকডাউন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সুপ্রিম কমিটি।
https://www.youtube.com/watch?v=j8h_tu4CmCY
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post