ওমানে বাড়ছে মুদ্রাস্ফীতি। দেওশটিতে গত বছরের তুলনায় প্রায় ২.৪ শতাংশ মুদ্রাস্ফীতির হার বেড়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যা ব্যুরো। সম্প্রতি ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিকস অ্যান্ড ইনফরমেশন (এনসিএসআই) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের মে থেকে চলতি বছর মে মাসে মুদ্রাস্ফীতির হার বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য মূল্যের দাম বেড়ে যাওয়ায় দেশটিতে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এছাড়াও দেশটির শিক্ষা খাতে ৫.১ শতাংশ, অ্যালকোহলযুক্ত পানীয় খাতে ৫ শতাংশ, পরিবহন খাতে ৩.৫ শতাংশ, স্বাস্থ্য খাতে ২.৮ শতাংশ, বিবিধ পণ্য ও পরিষেবা খাতে ১.৫ শতাংশ, বিনোদন এবং সংস্কৃতি খাতে ১.৫ শতাংশ, রেস্টুরেন্ট এবং হোটেল খাতে ১.৩ শতাংশ, আসবাবপত্র, গৃহস্থালির সরঞ্জাম এবং গৃহস্থালির রক্ষণাবেক্ষণ খাতে ০.৭ শতাংশ, আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানি খাতে ০.৭ শতাংশ, পোশাক ও জুতা উৎপাদনে ০.৮ শতাংশ মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। তবে তামাক খাতে ০.১ শতাংশ মুদ্রাস্ফীতি কমেছে।
এছাড়াও তেল ও চর্বি খাতে ১৭.২ শতাংশ, মাছ এবং সামুদ্রিক খাবারের ৭.৩ শতাংশ, শাকসবজি ৬.৯৯ শতাংশ, মাংসে ৬.৭ শতাংশ, ফলে ৬.৬ শতাংশ, রুটিতে ২.৭ শতাংশ, চিনি, জ্যাম, মধু এবং মিষ্টির দামে ১.৯ শতাংশ মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ খাদ্যপন্যে সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পেয়েছে দেশটিতে।
চলতি বছর সবচেয়ে বেশি মূল্যস্ফীতি দেখা গেছে উত্তর আল বাতিনা এবং উত্তর ও দক্ষিণ আশ শারকিয়া প্রদেশে। এরপরেই রয়েছে আল দাখিলিয়াহ প্রদেশ। এ প্রদেশটিতে বেড়েছে ২.৮ শতাংশ। এছাড়াও আল বুড়াইমিতে ২.৬ শতাংশ, ধোফার প্রদেশে ২.৪ শতাংশ, আল দাহিরাহ প্রদেশে ২ শতাংশ এবং মাস্কাট প্রদেশে সবচেয়ে কম অর্থাৎ ১.৯ শতাংশ মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যা ব্যুরো।
আরো পড়ুন:
অনলাইনে মিলবে ওমানের পুলিশ ক্লিয়ারেন্স সনদ
প্রবাসীরা সবার প্রয়োজন হয় ঠিকই কিন্তু প্রিয়জন হয়না!
এবার পতিতাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিলো কাতার
প্রবাসীদের রি-এন্ট্রি ভিসা ইস্যুর নির্দেশনা জারী করেছে সৌদি
শাহজালালে আড়াই কেজি স্বর্ণসহ এক প্রবাসী গ্রেপ্তার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post