মহা নবীকে (সাঃ) নিয়ে নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যে তোলপাড় পড়ে গিয়েছে ভারতসহ সারাবিশ্বের বিভিন্ন দেশে।
সেই বিতর্কের জেরে নূপুর শর্মার বিরুদ্ধে দেশে একাধিক জায়গা থেকে এফআইআর করা হয়। যার জেরে তাকে তলব করেছিল মুম্বাই পুলিশ। নির্ধারিত সময় পেরিয়ে যেতেই শুক্রবার দিল্লিতে নূপুর শর্মার খোঁজে হানা দেয় মুম্বই পুলিশ।
বিজেপি নেত্রীকে গ্রেপ্তারের জন্য পুলিশের হাতে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। নুপুরের খোঁজে গত পাঁচ দিন ধরে রাজধানীতে ঘাঁটি গেড়েছে মুম্বাই পুলিশের দল। আগামী ২৫ জুন নুপুরকে হাজিরা দিতে সমন পাঠিয়েছে মুম্বাই পুলিশ।
আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে তার বয়ান রেকর্ড করা হবে। ২৫ জুন সকাল ১১টায় মুম্বাই পুলিশের কাছে নুপুরকে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নুপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বাই পুলিশ।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়াসলে জানিয়েছেন, ‘নূপুর শর্মার বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে কোনও রকম সহযোগিতা করছেন না। বারবার নুপুর শর্মার সন্ধানে তাঁদের কাছে সাহায্য চাওয়া হচ্ছে। কিন্তু নূপুর শর্মার কোনও হদিশ তারা দিচ্ছেন না’।
আরো পড়ুন:
আন্দোলন করায় ১৭০০ কর্মীকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে সৌদি
কোনো ভাবেই যেন থামছে না প্রবাসীদের হয়রানি।
নিজস্ব মুদ্রার ডিজিটাল সংস্করণ চালু করতে যাচ্ছে ওমান
শুধুমাত্র সৌদি প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছে ৪২০ কোটি ডলার
ভারতীয় গম রপ্তানিতে আমিরাতের নিষেধাজ্ঞা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post