নাগরিক ও প্রবাসীদের স্বাস্থ্যসেবা দিতে ওমানের আল সিবে স্থাপন হচ্ছে নতুন স্বাস্থ্যকেন্দ্র। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগের উদ্যোগে সিব প্রদেশের দক্ষিণ আল মাবেলা এলাকায় এই স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। মন্ত্রণালয় বলছে, বিদ্যমান স্বাস্থ্যকেন্দ্রগুলির উপর চাপ কমানোর লক্ষ্যেই নতুন এ কেন্দ্রটি চালু করা হচ্ছে।
প্রকল্প ও প্রকৌশল বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জামাল সেলিম আল শানফারি বলেছেন, ‘এক হাজার ৩০৯ বর্গমিটার বিল্ট আপ সহ মোট ১৫শ বর্গ মিটার এলাকায় স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে।
কেন্দ্রটিতে ক্লিনিক, একটি ফার্মেসি, এক্সরে বিভাগ এবং অন্যান্য সুবিধাসহ বিভিন্ন সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে প্রদেশটির নাগরিক ও প্রবাসীরা। ঠিকাদারদের সাথে স্বাক্ষরিত চুক্তি অনুসারে প্রকল্পটি আগামী ২০২৩ সালের আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
আরো পড়ুন:
তীব্র তাপদাহে পুড়ছে ওমান, ৪৯ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড
শেরপুরের কোরবানি হাট কাঁপাচ্ছে ওমান প্রবাসীর দুটি ষাঁড় ময়না ও রবি
আরব দেশগুলোর কঠিন চাপে পিছু হটলো ভারত
প্রবাসীদের ক্ষোভ! প্রতিবাদ স্বরূপ হুন্ডিতে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসিরা
কুয়েতে বিক্ষোভ মিছিল করায় অসংখ্য প্রবাসী গ্রেফতার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post