ওমানের আল হাজর পর্বতমালার আশেপাশের এলাকায় আজ থেকে বজ্রঝড়সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। আজ এক সতর্ক বার্তায় দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, “বেশ কয়েকদিন ধরে ওমানের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা দিয়েছে। এ বৃষ্টি দেশটির বিভিন্ন এলাকায় আরও কয়েকদিন অব্যাহত থাকবে।
আগামীকালও দেশটির আল হাজর পর্বতমালা ও তার আশেপাশের এলাকায় মাঝারি বৃষ্টিসহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এসময় দেশটির নাগরিক ও প্রবাসীদের বাড়ীর বাহিরে বের হবার পূর্বে অবশ্যই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেখে বের হওয়ার নির্দেশ দিয়েছে।
আরো পড়ুন:
মোটরসাইকেল দুর্ঘটনায় ওমানে এক বাংলাদেশী প্রবাসী নিহত
এখন থেকে ওমান যেতে বাংলাদেশী শ্রমিকদের লাগবেনা ভিসা
অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম দুই মুসলিম মন্ত্রী শপথ গ্রহণ করেছেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post