প্রযুক্তির বিশ্বে কী অদ্ভূত জিনিসই না আবিস্কার করছেন বিজ্ঞানীরা। সমুদ্রের তলদেশে কিংবা মহাকাশে। নিত্যনতুন আবিস্কারের নেশায় মেতেছে বিশ্ব। এর অংশ হিসেবে আগামী ৫০ কিংবা ১০০ বছর পর মানুষ আসলে কী চাইবে তা নিয়েও কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশ। এসব দেশের মধ্যে অন্যতম সৌদি আরব।
সৌদি আরব এমন এক শহর বানাচ্ছে যা দেখলে তাক লেগে যাবে বিশ্ব। মরুভূমির মধ্যে ১৭০ কিলোমিটার লম্বা এই শহরে থাকবে কৃত্রিম চাঁদ, উড়ন্ত গাড়ি, পরিচ্ছন্নতার জন্য অত্যাধুনিক রোবট। যে শহরে মানুষ প্রবেশ করলে মনে হবে এ এক স্বপ্নের দুনিয়া। লোহিত সাগরের তীরে গড়ে তোলা এই শহর হবে সম্পন্ন কার্বনমুক্ত। এই শহরে চলাচলের জন্য থাকবে না কোনো রাস্তা। যেসব গাড়ি এই শহরে চলাচল করবে তা চলবে সম্পন্ন ক্লিন এনার্জি দিয়ে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, নিওম নামে নির্মিতব্য এই শহর শুধু সৌদি আরবের নয়, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় মেগাপ্রকল্প। এটিকে দেশটির বিলাসীপ্রকল্প হিসেবেও চিহ্নিত করেছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রকৌশলীরা। এই শহর গড়ে তুলতে ৫০০ বিলিয়ন ডলার বা ৫০ হাজার কোটি টাকা। ১০ হাজার ২৩০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে নির্মিতব্য এই শহরে বাস করতে পারবে ১০ লাখ মানুষ। আর্টিফিশয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত এই শহরে মোট ৩ লাখ ৮০ হাজার মানুষের চাকরির ব্যবস্থা হবে।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০৩০ সালে যে ভিশন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে। সেই পরিকল্পনা থেকেই এই প্রকল্প বাস্তবায়ণ করা হচ্ছে। মূলত তেল নির্ভরশীল অর্থনীতি থেকে সৌদিকে বের করতে নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন করছে যুবরাজ সালমান। ২০১৮ সালে শুরু হওয়া এই শহরের কাজ ইতিমধ্যে অনেকদূর এগিয়ে এগিয়েছে। আগামী ২০২৫ সালে এই শহর নির্মাণের কাজ শেষ হবে।
সৌদি আরব নিওম নামে যে শহর বানাচ্ছে তার পেছনে আসলে কী রহস্য তা উদঘাটন করার কাজ করছে বিভিন্ন দেশ। তবে যুক্তরাষ্ট্রের হাতে যাওয়া কিছু গোপন নথি সূত্রে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, মূলত গ্রিক ও আরবি শব্দে মিলিয়ে এই শহরের নাম নিওম রাখা হয়েছে। যার অর্থ ভবিষ্যৎ।
প্রায় অর্ধশতাব্দী ধরে সৌদি আরবের অর্থনীতি তেলের ওপর দাড়িয়ে আছে। এখন পর্যন্ত দেশটির চালিকাশক্তির মূলে আছে তেল রপ্তানি করে পাওয়া অর্থ। রাজতন্ত্রের খরচও মিটছে তা দিয়েই। তবে এখন এই কৌশল পরিবর্তন করতে চাইছে সৌদি আরব। কারণ প্রাকৃতিক সম্পদ একদিন না একদিন ফুরিয়ে আসবে। তাই বিকল্প খুঁজতে বেছে নেওয়া হয়েছে মরুভূমির এই প্রকল্প।
আরো পড়ুন:
প্রেসক্রিপশন বিহীন ওষুধ নিয়ে ওমানের বিমানবন্দরে আটক হচ্ছেন প্রবাসীরা
মোটরসাইকেল দুর্ঘটনায় ওমানে এক বাংলাদেশী প্রবাসী নিহত
এবার ইসরাইলের বিরুদ্ধে এক হচ্ছে মুসলিম বিশ্ব!
অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য
আল-আকসায় ইসরায়েলি পতাকা মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post