করোনার সকল বিধিনিষেধ তুলে পূর্বের ন্যায় স্বাভাবিক অবস্থায় ফিরে গেল ওমানের সকল আন্তর্জাতিক বিমানবন্দর। গতকাল (৩১-মে) ওমানের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, এখন থেকে ওমান যেতে কোনো ধরণের করোনা বিধিনিষেধ মানতে হবেনা যাত্রীদের। ভ্যাকসিন নেওয়া ছাড়াই ওমান প্রবেশ করতে পারবেন যাত্রীরা। এমনকি পিসিআর পরিক্ষারও প্রয়োজন নেই।
দেশটির বিমান সংস্থা জানিয়েছে, ওমানে করোনা সংক্রমণ শূন্যের কোটায় আসায় এখন থেকে কোনো নাগরিক বা ভ্রমণকারীকে ওমান আসতে পিসিআর পরিক্ষা করার প্রয়োজন হবে না। এছাড়াও ভ্যাকসিন প্রদানেরও কোনো কার্ড ব্যবহার করতে হবে না।
সংস্থা আরও জানিয়েছে, ওমানে আসা ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলার প্রয়োজন নেই। এছাড়াও তারাসুদ প্লাস অ্যাপ ডাউনলোডের প্রয়োজনীয়তাও বন্ধ করা হয়েছে। ওমান থেকে অন্যদেশে যাওয়া বা দেশে প্রবেশের ক্ষেত্রে ফ্লাইট চলাকালীন সকল ধরনের করোনা সর্তকতা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ করোনা পূর্বে যেভাবে একজন যাত্রী ওমান প্রবেশ করতে পারতেন, এখন থেকে একইভাবে ওমান প্রবেশের অনুমতি পাবেন।
আরো পড়ুন:
প্রেসক্রিপশন বিহীন ওষুধ নিয়ে ওমানের বিমানবন্দরে আটক হচ্ছেন প্রবাসীরা
মোটরসাইকেল দুর্ঘটনায় ওমানে এক বাংলাদেশী প্রবাসী নিহত
এবার ইসরাইলের বিরুদ্ধে এক হচ্ছে মুসলিম বিশ্ব!
অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য
আল-আকসায় ইসরায়েলি পতাকা মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post