চলন্ত বিমানের সাথে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোল রুমের। প্রায় ১০ মিনিট ধরে পাইলটদের সাথে যোগাযোগের চেষ্টা করার পরও যখন ব্যর্থ হয়, তখন ধরে নেয়া হয় বিমানটিকে অপহরণ করা হয়েছে। অনেক চেষ্টা করেও প্রায় ১০ মিনিট ধরে কোনো রকমেই যোগাযোগ পুনঃস্থাপন করতে না পেরে বিমানটি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। বিমানটিকে উদ্ধারে দু’টি ফাইটার জেটও পাঠানো হয়। কিন্তু উদ্ধারে গিয়ে দেখা যায়, ককপিটে নিজ নিজ আসনে ঘুমিয়ে পড়েছিলেন দুই পাইলট!
সম্প্রতি এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এনডিটিভির খবরে বলা হয়, নিউ ইয়র্ক থেকে রোমের উদ্দেশে যাত্রা করছিল আইটিএ-র বিমানটি। তবে মাঝপথে চালকদের সাথে সব ধরনের যোগাযোগ হারিয়ে ফেলে কন্ট্রোল রুম। এ ঘটনার পরই উভয় পাইলটকে বরখাস্ত করা হয়। বিষয়টি জানাজানি হলে তীব্র নিন্দা ও সমালোচনা শুরু হয়।
এদিকে, ভারতের একটি বিমানে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। সাধারণত বাস, ট্রেন স্টেশন কিংবা রাস্তাঘাটে যেখানে সেখানে পান বা গুটখার পিক চোখে পড়ে। অনেকেই গুটখা বা পান মুখে পুরে ট্রেনে বা বাসে ওঠেন। জানালার পাশে বসে পিক ফেলতে থাকেন। কিন্তু বিমানে গুটখা বা পানের পিক ফেলতে দেখেছেন কখনও?
তেমনই একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করেছেন ভারতের আইএএস কর্মকর্তা অবনীশ শরণ। বিমানের জানালার পাশে বসা কোনো এক যাত্রী ফ্লাইটের মধ্যেই পান খেয়ে তার পিক ফেলেছেন জানালায়।
ভারতের আনন্দবাজার পত্রিকা বলছে, ছবিটি প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা ক্ষোভ উগরে দিচ্ছেন। যে যাত্রী ওই জানালার পাশের আসনে বসেছিলেন, তাকে খুঁজে বের করে যথোপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তারা। কেউ কেউ আবার বলেছেন, এই ধরনের যাত্রীদের বিমানে নিষিদ্ধ করার দাবীও জানিয়েছেন অনেকেই।
আরো পড়ুন:
প্রেসক্রিপশন বিহীন ওষুধ নিয়ে ওমানের বিমানবন্দরে আটক হচ্ছেন প্রবাসীরা
মোটরসাইকেল দুর্ঘটনায় ওমানে এক বাংলাদেশী প্রবাসী নিহত
এবার ইসরাইলের বিরুদ্ধে এক হচ্ছে মুসলিম বিশ্ব!
অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য
আল-আকসায় ইসরায়েলি পতাকা মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post