এক সপ্তাহের ব্যবধানে আরও ৩ মাঙ্কিপক্স রোগী শনাক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার (৩০ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাঙ্কিপক্স ভাইরাসজনিত রোগ। এটি আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর মাধ্যমে ছড়ায়। এ রোগ গর্ভে থাকা শিশুরও হতে পারে।
মাঙ্কিপক্স প্রতিরোধে সমন্বিত জাতীয় চিকিৎসা নির্দেশনা অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। উল্লেখ্য: গত ২৪ মে সংযুক্ত আরব আমিরাতে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়।
মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে আমিরাতেই প্রথম এই রোগী শনাক্ত হয়। গত ২৬ মে পর্যন্ত বিশ্বের ২৩ দেশে ২৫৭ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। তাছাড়া আরও ১২০ জন এ রোগে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
বিশ্বের এমন সব দেশে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হচ্ছে যেখানে সাধারণত এ রোগ দেখা যায় না। তবে এখনও এ রোগে কারও মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আরো পড়ুন:
প্রেসক্রিপশন বিহীন ওষুধ নিয়ে ওমানের বিমানবন্দরে আটক হচ্ছেন প্রবাসীরা
মোটরসাইকেল দুর্ঘটনায় ওমানে এক বাংলাদেশী প্রবাসী নিহত
এবার ইসরাইলের বিরুদ্ধে এক হচ্ছে মুসলিম বিশ্ব!
অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য
আল-আকসায় ইসরায়েলি পতাকা মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post