যুক্তরাজ্যে থাকা অবৈধ অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিশাল পরিকল্পনা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার এক চার্টাড ফ্লাইটে ৩০০ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠাবে দেশটি। বলা হচ্ছে দেশটিতে একদিনে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নির্বাসন প্রক্রিয়া।
এই ধাপে ফেরত পাঠানোর অংশ হিসেবে বাংলাদেশ, ইরাক ও আলবেনিয়ার নাগরিকদের পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে দেশটি। যাদের ফেরত পাঠানো হবে তাদের ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে রাখা হয়েছে। খবর ডেইলি মেইলের। এসব ব্যক্তিদের গত মাসে যুক্তরাজ্যজুড়ে অভিযান চালিয়ে আটক করেছে দেশটির অভিবাসন কর্মকর্তারা।
শুক্রবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলেছে, ‘বিদেশী অপরাধীদের ফেরত পাঠনোর ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না, অবৈধভাবে যুক্তরাজ্যে বসবাসের অধিকার কারও নেই। যুক্তরাজ্যের জনগণ ঠিক এটাই প্রত্যাশা করে।’ গত মাসে ন্যাশনালিটি অ্যান্ড বর্ডারস বিল আইনে পরিণত হওয়ার পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
আরো পড়ুন:
ইচ্ছামতো রেমিট্যান্স পাঠানো যাবে, কাগজপত্র ছাড়াই মিলবে প্রণোদনা
মসজিদে নামাজরত অবস্থায় মারা গেলেন ওয়াহেদ মিয়া নামে এক মুসল্লি
ওমানে জুয়া খেলার অপরাধে ২৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছে
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ, আটক ১
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post