ওমানে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ সুজন (২৮) নামে এক বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (২৮ মে) ওমানের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে প্রবাসীরা জানান, সালালাহ থেকে প্রায় ১৭০ কিলোমিটার দুরে ইয়েমেনের বর্ডারে দিলকুত নামক স্থানে তিনি মারা যান।
নিহত সুজন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উজির আলী মেস্তরি বাড়ির তোফাজ্জল হোসেন তজু মিয়ার ছেলে। সোমবার (৩০ মে) সকালে নিহতের বড় ভাই এনামুল হক মাস্টার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোহাম্মদ সুজন ওমানে কৃষিকাজ করতেন। কাজ শেষ করে ফেরার পথে একটি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। পরে প্রবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। পরিবারের স্বপ্ন পূরণের লক্ষে সাত বছর আগে ওমান পাড়ি দেয় সুজন। তার মৃত্যুতে শোঁকের ছায়া নেমে এসেছে পরিবারে।
আরো পড়ুন:
ইচ্ছামতো রেমিট্যান্স পাঠানো যাবে, কাগজপত্র ছাড়াই মিলবে প্রণোদনা
মসজিদে নামাজরত অবস্থায় মারা গেলেন ওয়াহেদ মিয়া নামে এক মুসল্লি
ওমানে জুয়া খেলার অপরাধে ২৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছে
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ, আটক ১
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post