সাদেক রিপন, কুয়েত
দুই বছর করোনা মহামারিতে বন্ধ থাকার পর এ বছর পহেলা বৈশাখ উদযাপন করেছে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। গতকাল ২৭ মে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আব্বাসিয়া টুরেস্টিক পার্কে পহেলা বৈশাখ উদযাপিত হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও কুয়েতে বিভিন্ন দেশের কূটনীতিক ও স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। মেলায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নারীদের তৈরি বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন অতিথিরা। এরপর কুয়েত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
দূতাবাসের পৃষ্ঠপোষকতায় পহেলা বৈশাখ উদযাপন কমিটির আয়োজনে দ্বিতীয় পর্বে মনোমুগ্ধকর বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে নিত্য, জারি, সারি, ভাটিয়ালি, বাউল গান, লালন গীতি, পান্তা ইলিশ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
এতে কুয়েতের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা বন্ধু-বান্ধব, শিশু, নারী-পুরুষ ছোট-বড় সবাই বৈশাখী সাজে মেলায় ঘুরতে আসেন। হাজার হাজার বাংলাদেশির উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post