সাদেক রিপন, কুয়েত
ধূলিঝড় যে কতটা ভয়াবহ হতে পারে তা দেখা গেল গতকাল সোমবার। মধ্যপ্রাচ্যে বয়ে যাওয়া অব্যাহত ওই ঝড় আঘাত হানে কুয়েতে। এতে দেশটির জরুরি সতর্কতা জারি করা হয়। ধূলিঝড়ের কারণে ধুলায় ছেয়ে যায় চারপাশ। এতে সাময়িক বন্ধ করা হয় বিমান চলাচল।
সোমবার ২৩ মে দুপুর ২টা থেকে ধুলো ঝড় শুরু হয়। ধুলো ঝড়ের কারণে স্থানীয় সময় দুপুর ২:২০ মিনিট থেকে ৪ ঘন্টার জন্য সাময়িক ভাবে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে কুয়েত সিভিল এভিয়েশন।
প্রচন্ড ধুলো ঝড়ে কুয়েতের আকাশে অন্ধকার আচ্ছন্ন রাস্তাঘাট। নিরাপদ গন্তব্যে ফিরতে রাস্তায় সাবধানে কিছু কিছু গাড়ি চলা চল করতে দেখা গেলে বেশিরভাগ রাস্তাঘাট ফাঁকা। কুয়েত সরকারের পক্ষ থেকে স্থানীয় জনসাধারণ ও প্রবাসীদের জরুরি কাজ ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, দুবাই এবং ওমানও এই ধূলিঝড়ের কবলে পড়ে। মধ্যপ্রাচ্যে বয়ে যাওয়া ওই ঝড় আঘাত হানে সংযুক্ত আরব আমিরাতে বুর্জ খলিফা টাওয়ারে। এতে কিছু সময়ের জন্য চোখের আড়ালে চলে যায় বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন আঞ্চলিক আবহাওয়ার ধরনকে বিপর্যস্ত করে তুলছে। মরুকরণের ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post