আগামী মাস থেকে ওমানে শুরু হচ্ছে গ্রীষ্মকাল। এ সময় দেশটিতে কর্মরত নাগরিক ও প্রবাসী যারা খোলা জায়গায় কাজ করেন তাদের মধ্যাহ্ন বিরতি দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ডিক্রি অনুযায়ী, দেশটিতে গ্রীষ্মকাল চলাকালীন দুপুর সাড়ে ১২ টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত খোলা জায়গায় সকল কাজ বন্ধ রাখা ও কাজের সময়কে দুই শিফটে বিভক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। যে সংস্থাগুলি এ নিয়ম মেনে চলবে না তাদের জরিমানা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
মোহাম্মদ আসলাম নামে একজন নির্মাণ শ্রমিক বলেন, মধ্যাহ্ন বিরতি চলতি মাস থেকেই শুরু হওয়া উচিত। কারণ ইতিমধ্যেই গরমে আমরা কাজ করতে ক্লান্ত হয়ে পড়ছি। আমি চাই মধ্যাহ্ন বিরতি চলতি মাস থেকেই শুরু করা হউক।
উল্লেখ্য, ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশন (এনসিএসআই) তথ্য অনুসারে, ওমানের নির্মাণ খাতে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী শ্রমিক কর্মরত রয়েছে। বর্তমানে দেশটিতে প্রায় তিন লাখ ৭৩ হাজার ১৮৪ জন কর্মী নির্মাণ খাতের সাথে জড়িত এবং এর উল্লেখ সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিক।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post