সাভারের আশুলিয়ায় কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না ও বিক্রির অভিযোগে দোকান মালিককে আটক করেছে পুলিশ। ঐ সময় তার চাচাতো ভাই বিল্লাল পালিয়ে যান। রোববার রাতে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত রাজীব বরিশালের মুলাদি থানার নুনচর গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে। তিনি ঐ বিরিয়ানির দোকানের মালিক। এছাড়া আশুলিয়া বাজারের বিভিন্ন স্থানে তার ৭টি বিরিয়ানির দোকান আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজীব তার দোকানে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না ও বিক্রি করছেন- এমন খবর পেয়ে কয়েকজন সাংবাদিক সেখানে সংবাদ সংগ্রহ করতে যান। দোকানে ঢুকে এ বিষয়ে প্রশ্ন করতেই সাংবাদিকদের ওপর চড়ান হন রাজীব ও বিল্লাল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিল্লাল পালিয়ে যান।
আলমগীর হোসেন নামে এক ক্রেতা জানান, ঐ দোকানের বিরিয়ানি খাওয়ার পর তার সন্দেহ হয়। তখন তিনি দোকান মালিকের কাছে জানতে চাইলে তাকে হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেন দোকানের মালিক ও কর্মচারীরা।
আশুলিয়া থানার এসআই সুব্রত রায় জানান, ঘটনাস্থল থেকে দোকান মালিককে আটক করা হয়েছে। আলামত হিসেবে মাংস এবং হাড্ডি সংরক্ষণ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post