ওমানে ট্যাক্স রিটার্ন জমা না দেওয়ার অপরাধে এক প্রবাসীকে একহাজার ওমানি রিয়াল জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একইসাথে আজীবনের জন্য ওমানের ভিসা বাতিল করে নিজ দেশে চলে যাওয়ার জন্য রায় দেওয়া হয়েছে। দেশটির আল বুড়াইমি প্রদেশের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
রায়ে বলা হয়েছে, দেশটিতে কর ফাঁকি বন্ধ করার লক্ষ্যে সকল ব্যবস্থা গ্রহণ করছে আইন বিভাগ। কর ফাঁকি দেওয়া কোম্পানিগুলোকে বিভিন্নভাবে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।
এর পরিপেক্ষিতে ট্যাক্স রিটার্ন দাখিল না করার অভিযোগে এক প্রবাসীকে জরিমানা, কারাদণ্ড ও দেশ থেকে নির্বাসিত করার আদেশ দেওয়া হয়েছে। আদালত অভিযুক্তকে ইচ্ছাকৃতভাবে ট্যাক্স রিটার্ন জমা না দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে। রায়ে উল্লেখিত সাজা শেষে তাকে নিজ দেশে ফেরত যেতে হবে। তবে উক্ত প্রবাসী কোন দেশের নাগরিক তা জানায়নি ওমান পুলিশ।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post