কাতার বিশ্বকাপের দিন ক্ষণ গণনা শুরু হয়ে গেছে আগেই। চলতি বছরের নভেম্বরে কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়াার আগে টুর্নামেন্টে আগ্রহ বাড়াতে ওমানে এসেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি।
এই প্রদর্শনীকে ঘিরে বাড়তি উচ্ছাস মাস্কাটে। ট্রফিটি ওমানে নিয়ে এসছে কিংবদন্তি প্রাক্তন ব্রাজিল ফুটবলার গিলবার্তো সিলভা।
বিশ্বকাপ ট্রফি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন প্রতিমন্ত্রী ও মাস্কাট প্রদেশের গভর্নর সৌদ বিন হিলাল আল বুসাইদি। ফিফা বিশ্বকাপ ট্রফিটি বিশ্বের ৫৪টি দেশ পরিদর্শন করবে।
যার মধ্যে ৩২টি দেশ রয়েছে যারা এবছর ফিফা বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করবে। এর আগে কাতারের দোহায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post