প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত কোনো বৃটিশ নাগরিক পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। গত ১১ এপ্রিল আখলাকুর রহমান ওরফে আকি রহমান ইংল্যান্ডের ওল্ডহ্যাম থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন।
শুক্রবার (১৩ মে) নেপালের সময় সকাল সাড়ে সাতটায় তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান। নেপাল থেকে শেরপারা লন্ডনের স্থানীয় একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নেটওয়ার্কের বাইরে থাকায় তার এভারেস্ট জয়ের কোনো ছবি পাওয়া যায়নি। আকি রহমান প্রথম বৃটিশ মুসলিম বাংলাদেশি, যিনি পায়ে হেঁটে এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন।
এখন পর্যন্ত কোনো বৃটিশ মুসলিম বা বৃটিশ বাঙালি পায়ে হেঁটে এভারেস্টের চূড়ায় পৌঁছাতে পারেননি। আকি রহমান সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে।
মাত্র দেড় বছর বয়সে আকি রহমান পরিবারের সঙ্গে ইংল্যান্ডে পাড়ি জমান। পাঁচ ভাইয়ের মধ্যে আকি রহমান সবার বড়। স্ত্রী হেনা রহমান ও পরিবারের লোকজনের উৎসাহে আকি রহমান এভারেস্ট জয়ের পথে যাত্রা করেন। এর আগে, আকি রহমান বেশ কয়েকটি পর্বতশৃঙ্গে আরোহণ করে অভিজ্ঞতা অর্জন করেছেন।
আরো পড়ুন:
হজযাত্রী নিবন্ধন শুরু ১৬ মে, চলবে তিনদিন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
ডা. মুরাদের মাথার ওপর ভেঙে পড়ল সিলিং ফ্যান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post