ওমানের সালালাতে ভারী বৃষ্টির কারণে মারমুল অঞ্চলে আটকা পড়া ২৩ জনকে উদ্ধার করেছে ওমানের বিমানবাহিনী উদ্ধার টিম। ধোফারের ভারী বর্ষণের কারণে বিমানবাহিনীর কয়েকটি টিম পুরো ধোফার এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে।
রবিবার জাতীয় জরুরী ব্যবস্থাপনা কমিটির (এনসিইএম) অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “রয়্যাল এয়ার ফোর্স মারমুল অঞ্চলের একটি তেল কোম্পানির কাছে মুষলধারে বৃষ্টির কারণে আটকে পড়া ২৩ জনকে উদ্ধার করে।
আরও পড়ুনঃ সালালায় দুই বছরের সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড
এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে ধোফার অঞ্চলে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওমানের জাতীয় জরুরী ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে যে, ধোফারে ভারী বৃষ্টির কারণে তিনজন মারা গিয়েছে। এছাড়াও সালালাহতে একটি ভবন ধসে একজন ব্যক্তি মারা গিয়েছেন ও তিনজন আহত হয়েছেন। আইন রাজাতে ডুবে যাওয়ার ঘটনা ঘটে। ভারী বৃষ্টিতে এই পর্যন্ত বিভিন্ন অংশে প্রায় ১৮ টি আটকে পরার ঘটনা ঘটেছে। যেখানে এখন পর্যন্ত একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। গত ২৯শে মে ধোফারের তামরিদে ঐই ব্যক্তি নিখোঁজ হন।
https://www.youtube.com/watch?v=mYu1TqGo8T0
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post