বিদেশ যাওয়ার জন্য ভিসা টিকিট করেও বিমানবন্দরে এসে যদি দেখতে পান আপনার টিকিট বাতিল করা হয়েছে, তখন কেমন লাগবে? হ্যা এমনই ঘটনা ঘটছে ইদানীং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইটের দিন মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট বা স্টাডি এডমিশন বা পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া যাত্রীরা টিকেট ইনভ্যালিড দেখতে পান। তখন যেন ঐসব যাত্রীর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়।
বিমানের টিকিট বিক্রি করে পরবর্তী সময়ে যাত্রীকে না জানিয়ে টিকিট রিফান্ড করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার প্রতারক মাহবুব উর রশিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম বেগম ইশরাত জাহানের আদালত বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন তাকে আদালতে তাকে হাজির করা হয়। এরপর রাজধানীর ভাটারা থানার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ মে রাতে রাজধানীর কলাবাগানের ২৪ গ্রীন রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তার কাছে থেকে বিভিন্ন এয়ালাইন্সের ৮১টি ভুয়া টিকেট, প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ২টি কম্পিউটার, একটি কালো রঙয়ের জীপগাড়ি, ১২টি বিভিন্ন ব্যাংকের চেক ও একটি ডাচ-বাংলা ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, প্রতারক মাহবুব বিভিন্ন দেশে গমনাগমন, ওমরাহ পালন, সিঙ্গেল টিকিট, আপ-ডাউন টিকিটসহ বিভিন্ন বিষয়ের টিকিট বিক্রি করতে ফেসবুকের মাধ্যমে প্রচার করে থাকে। কোন বিদেশ যাত্রীর টিকেট প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে পাসপোর্টের ছবি নেয়। পরবর্তী সময়ে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশি নাগরিক সাদের মাধ্যমে বেশ কিছু এজেন্সির সহায়তায় টিকিট সংগ্রহ করে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে যাত্রীকে প্রদান করে।
পরবর্তী সময়ে যাত্রীরা আবার তার সঙ্গে কথা বলে আরো অর্থের বিনিময়ে পুনরায় টিকিট সংগ্রহ করেন এবং আবারো তারা একইভাবে প্রতারিত হন। যাত্রীরা আবার যোগাযোগ করলে মাহবুব মোবাইল বন্ধ করে অফিস পরিবর্তন করে ফেলে। মাহবুব এরই মধ্যে ২০১৫ সালে প্যান্টেট ওভারসিজ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে লোক পাঠাতে গিয়ে ডিএমপির মোহাম্মদপুর ও ধানমন্ডি থানায় পৃথক মানব পাচার মামলার আসামি হন।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে অথবা বিমানের টিকিট কাটার ক্ষেত্রে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে টিকিট নেওয়া উচিৎ, অন্যথায় এধরণের প্রতারণার শিকার হতে হবে প্রবাসীদের।
আরো পড়ুন:
হজযাত্রী নিবন্ধন শুরু ১৬ মে, চলবে তিনদিন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
ডা. মুরাদের মাথার ওপর ভেঙে পড়ল সিলিং ফ্যান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post