গত এপ্রিল মাসে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট অনুসারে, ওমানে গত বছরের তুলনায় ৫.৬ শতাংশ জিডিপি বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও করোনা মহামারি নিয়ন্ত্রণে জীবনমান স্বাভাবিক থাকায় দেশটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। এছাড়াও দেশের সামগ্রিক বিনিয়োগের পরিবেশেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাই আশা করা যাচ্ছে চলতি ওমানে জিডিপির পরিমাণ আরো বৃদ্ধি করতে পারবে।
ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ এই বছর ওমানে শ্রমবাজার উন্নয়নে কাজ করছে। উপসাগরীয় বেশ কয়েকটি দেশের মধ্যে চলতি অর্থবছরে ওমানের অবস্থা আগের বছরের তুলনায় ভাল থাকায় এ দেশটিতে নতুন শ্রমবাজার খোঁজার চেষ্টা করছে বাংলাদেশ।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশ থেকে চলতি অর্থবছরে প্রায় ৩ লাখ ২২ হাজার ৫৮৩ জন কর্মী বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন। যারমধ্যে উল্লেখসংখ্যক কর্মী গেছেন ওমানে। দেশটিতে দিনদিন বৃদ্ধি পাচ্ছে কর্মী রপ্তানির সংখ্যা। চলতি বছরের প্রথম তিন মাসে কর্মী রপ্তানির সংখ্যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১২.৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিএমইটি।
চলতি বছরে ওমানের জিডিপি পাঁচ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ওমানের গড় বার্ষিক মুদ্রাস্ফীতি গত বছরে ছিল ১.৫ শতাংশ যা এবছর এসে দাঁড়িয়েছে ৩.৭ শতাংশে। আগামী বছর এটি ২.২ শতাংশে নামবে বলে আশা করা যাচ্ছে।
ওমান দূতাবাসের ডেপুটি হেড মৌসুমি রহমান বলেন, প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার হতে যাচ্ছে ওমান। উপসাগরীয় দেশটি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু করায় এই বছরও দেশটির অর্থনীতি অনেক এগিয়েছে।
ওমানি নীতি-নির্ধারক ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের উদ্ধৃতি দিয়ে মৌসুমি রহমান বলেন, বিগত বছরে দেশটির উন্নয়ন প্রক্রিয়ায় ওমান প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অনেক। বর্তমানে ওমানে ছয় লাখেরও বেশি বাংলাদেশী প্রবাসী বসবাস করছেন। যারা দেশটির বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন। উপসাগরীয় অর্থনীতি আবার ট্র্যাকে ফিরে আসতে শুরু করেছে। ওমানের শ্রমবাজার বাংলাদেশীদের কাছে ২০২২ সাল লাভজনক হতে পারে বলেও জানান তিনি।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post