যুক্তরাজ্যের লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ৫ মে বৃহস্পতিবারের নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশদ্ভূত লুৎফুর রহমান। আগামী চার বছর তার হাতে থাকবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন টাউন হলের দায়িত্ব।
শুক্রবার ৬ মে বিকালে নির্বাচন কমিশনার টাওয়ার হ্যামলেটসের নতুন নির্বাহী মেয়র হিসেবে লুৎফুর রহমানের নাম ঘোষণা করেন। প্রথম গননার ফলাফলে এগিয়ে ছিলেন লুৎফুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৩৯,৫৩৩ ।
লেবার দলীয় জন বিগস পেয়েছেন ২৭,৮৯৪। লুৎফুর আর জন বিগসের ব্যবধান ১১ হাজার ৬৩৯ ভোটের। অন্যদিকে রাবিনা খান পেয়েছেন ৬,৪৩০ ভোট। দ্বিতীয় ভোট গননায়ও লুৎফুর রহমান এগিয়ে।
সেখানে মোট ভোটের হিসাবে নির্বাচিত হয়েছেন বহুল আলোচিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের জনতার আপনজন লুৎফুর রহমান। নির্বাচনী নিয়মানুযায়ী ভোট গণনার প্রথম রাউন্ডে লেবার দলের প্রার্থী জন রবার্ট বিগস ভোট পেয়েছেন ২৭,৮৯৪। এস্পায়ার দলের প্রধান লুৎফুর রহমানের ভোটের সংখ্যা হয় ৩৯,৫৩৩ ।
দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা শেষে লুৎফুর রহমান মোট পেয়েছেন ৪০,৮০৪ ভোট এবং প্রতিদ্বন্দ্বী লেবারদলের প্রার্থী জন বিগস এর ভোট সংখ্যা দাঁড়ায় ৩৩৪৮৭।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post