রমজান ও ঈদকে কেন্দ্র করে সদ্য সমাপ্ত এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ২০০ কোটি ৯৫ লাখ ডলার বা ১৭ হাজার ৩৭২ কোটি ১২ লাখ টাকার (প্রতি ডলার ৮৬ টাকা ৪৫ পয়সা) রেমিট্যান্স। যা গত ১১ মাসের মধ্যে দেশে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। বৃহস্পতিবার (৫ মে ) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, আগের মাস মার্চের চেয়ে এপ্রিলে ১৫ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে। অর্থাৎ মার্চে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৮ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকে ৩৫ কোটি ৪৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকে ১৬১ কোটি ২৭ লাখ ডলার, বিদেশি ব্যাংকে ৭৩ লাখ ৫০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকে ৩ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
গেল মাসে ইসলামী ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ৪২ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া দ্বিতীয় অবস্থানে ডাচ্–বাংলা ব্যাংক। এর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছে ২৮ কোটি ২৮ লাখ ডলার রেমিট্যান্স। এরপর অগ্রণী ব্যাংকে ১২ কোটি ৫৭ লাখ, সোনালী ব্যাংকে ১০ কোটি ৮ লাখ এবং ব্যাংক এশিয়ার মাধ্যমে ৯ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
তবে বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পুলিশের কমিউনিটি ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স পাঠাননি প্রবাসীরা।
প্রসঙ্গত, গত ১১ মাসের মধ্যে কোনো মাসেই ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসার ঘটনা ঘটেনি। ২০২১ সালের মে মাসে রেমিট্যান্স এসেছিল ২১৭ কোটি ১০ লাখ ডলার। তবে গত বছরের এপ্রিলে এ বছরের প্রায় সমান অর্থাৎ ২০৬ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
স্বামীকে ফিল্মিস্টাইলে অপহরণ করলেন স্ত্রী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post