বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক, তিনি বর্তমানে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন। এবার হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) সাথে খণ্ডকালীন কোচের ভূমিকায় দেখা যাবে সাবেক এই ক্রিকেটারকে ।
আগামী ১৪ মে থেকে শুরু হবে এইচপির ক্যাম্প। যেখানে সংক্ষিপ্ত মেয়াদে স্পিন পরামর্শকের ভূমিকায় দেখা যাবে নির্বাচক আব্দুর রাজ্জাককে। তবে এখনই পূর্ণাঙ্গ মেয়াদে কোচিং নিয়ে ভাবছেন না রাজ্জাক।এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, সবকিছু পরিকল্পনামতো হলে এইচপি ইউনিটে আমার যোগদানের কথা রয়েছে।
তবে তিনি এও বললেন, এর মানে এটা নয় যে, আমি এখনই কোচিংয়ে মনোনিবেশ করছি। আমার মনে হয়েছে, আমার যে অভিজ্ঞতা রয়েছে, তা তরুণ ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করা যায়। যদি এতে তারা সুবিধা পায় তাতেই খুশি।
১৪ মে থেকে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিশেষ ক্যাম্প শুরু হচ্ছে। পাওয়ার হিটিং ছাড়াও যেখানে পেস ও স্পিনারদের নিয়ে করা হবে আলাদা কাজ। আর গোটা দলকে নিয়ে ২ জুন হবে স্কিল ক্যাম্প।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
স্বামীকে ফিল্মিস্টাইলে অপহরণ করলেন স্ত্রী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post