ওমান প্রবাসী বাবাকে বিদায় জানাতে এয়ারপোর্টে এসে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন নিজের ৩ মেয়ে! হৃদয়বিদারক এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে চট্টগ্রামে। জানাগেছে, নিজের তিন কন্যাকে নিয়ে স্ত্রী পান্না বেগম সন্দ্বীপ থেকে গিয়েছিলেন চট্টগ্রামে। কিন্তু বাবাকে বিদায় দিয়ে আর ঘরে ফেরা হয়নি তিন কন্যার। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ ফেরার পথেই গত ২০ এপ্রিল স্পিডবোট দুর্ঘটনায় প্রাণ হারায় আলাউদ্দিন ও পান্না দম্পতির তিন মেয়ে আনিকা, আদিবা ও আলিফা
একসঙ্গে তিন কন্যা হারানোর শোক সইতে না পেরে সাতদিনের মাথায় ফের ওমান থেকে দেশে আসেন আলাউদ্দিন। গতকাল শুক্রবার (২২-এপ্রিল) সকালে ওমান থেকে দেশে ফিরে আলাউদ্দিন যে সাগরে হারিয়ে গেছে তিন মেয়ে সেই সাগরের তীরে বসে অনেকক্ষণ কেঁদেছেন। ‘আমার আনিকা কৈ রে। আমার আদিবাকে এনে দে। আমার আলিফারে দেখি না কেন রে’- সাগর পারে বসেই তিন কন্যার নাম ধরে এমন বিলাপ করছিলেন আলাউদ্দিন।
তিনি জানেন তিন কন্যা তার এই ডাকে আর সাড়া দেবে না। তবু ডাকছেন আলাউদ্দিন। তার ডাকার স্বর অশ্রু হয়ে ঝরছে দু চোখ বেয়ে। বড় মেয়ে আনিকার মরদেহ পাওয়া গেছে বুধবার। শুক্রবার সকালে ছোট দুই যমজ মেয়ের মধ্যে আদিবার মরদেহ পেয়েছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। ওমান থেকে সন্দ্বীপ ফিরে শুক্রবার সেই মেয়েকে দাফন করেন আলাউদ্দিন নিজেই।
মেয়েদের স্মৃতিচারণ করে আলাউদ্দিন বলেন, আমাকে বিদায় জানাতেই চট্টগ্রাম গিয়েছিল পুরো পরিবার। কে জানত এটাই হবে মেয়েদের সঙ্গে আমার শেষ দেখা। ঘরের যে দিকে তাকাই মেয়েদের দেখি। কিন্তু দু চোখে কেন দেখি না তাদের। এদিকে এখনও নিখোঁজ থাকা আলাউদ্দিনের আরেক মেয়ে আলিফা ও সমীরের ছেলে সৈকতের খুঁজে শুকবারও পুরোদিন অভিযান চালিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ড।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীশা বলেন, একটি মরদেহ সন্দ্বীপ থেকে অনেক দূরে উড়িরচরে পাওয়া গেছে। নিখোঁজ আছে এখনও দুই শিশু। অভিযান এখনও চলছে। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বলেন, দুইটি মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি আমরা। দুটো অপমৃত্যুর মামলাও হয়েছে।
এদিকে ঘাটের ইজারাদার ও স্পিডবোট চালকের গ্রেপ্তারের দাবিতে সন্দ্বীপের তরুণ সমাজ উপজেলা কমপ্লেক্স মাঠে সমাবেশ করেছে। এই সমাবেশ থেকে সমাজকর্মী মো. রুস্তম বলেন, এ ঘটনায় যারা দায়ী তাদের সবার শাস্তি চাই আমরা। নিরাপদ নৌরুট চাই। চাই নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণও।
এদিকে সন্দ্বীপের এমপি মাহফুজুর রহমান মিতা শোকাহত পরিবারকে দেখতে বৃহস্পতিবার আলাউদ্দিনদের বাড়িতে যান। সমকালকে শুক্রবার সকালে তিনি বলেন, নিরাপদ নৌরুটের ব্যাপারে সজাগ আছি আমরা। শিগগির এটাকে নিরাপদ করতে পারব।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
চলন্ত ট্রেনে ঝাপ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন নারী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post