মহামারী করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় খুলে দেওয়া হচ্ছে মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান মদিনার মসজিদে নববী। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ আগামীকাল রোববার (৩১ মে) থেকে মসজিদটি খুলে দেয়া দেয়ার কথা জানিয়েছেন।
এর আগে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে লকডাউনে কড়াকড়ি আরোপ করে সৌদি। তবে কড়াকড়ি শিথিলের অংশ হিসেবে এ পদক্ষেপের ঘোষণা এলো। জানা গেছে, ধারণ ক্ষমতার ৪০ শতাংশ মুসল্লি উপস্থিত হতে পারবেন মসজিদে নববীতে। রোববার ফজরের নামাজ থেকেই চালু হচ্ছে মসজিদটি। সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সৌদিয়া টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুনঃ ওমানে রয়্যাল কোর্টের নতুন আইন জারি
এরইমধ্যে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে মসজিদে নববী থেকে সব ধরনের কার্পেট সরিয়ে নেয়া হয়েছে। সে কারণে মুসল্লিরা মার্বেলের মেঝেতে নামাজ আদায় করতে পারবেন। নামাজ পড়ার সময় অবশ্য করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতা মেনে চলার নির্দেশনা রয়েছে। মুসল্লিদের মাস্ক পরে থাকতে হবে, শারীরিক দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়াতে হবে এবং নামাজ পড়তে আসার সময় নিজের জায়নামাজ নিয়ে আসতে হবে। আর করোনাভাইরাসের ব্যাপারে লকডাউন পরিস্থিতি কেমন হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার।
সূত্র : আল আরাবিয়্যাহ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post