এবার চট্টগ্রাম-শারজা রুটে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু করছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিমান। আগামীকাল বুধবার প্রথম ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা যাবে। এর আগে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমান দুবাই, আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করলেও শারজা রুটে ফ্লাইট পরিচালনার উদ্যোগ এবারই প্রথম। বাংলাদেশ বিমান এমন এক সময়ে শারজা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে যখন বিদেশি বিমান সংস্থা ‘এয়ার অ্যারাবিয়া’ সপ্তাহের প্রতিদিন সকাল-বিকাল ১৪টি ফ্লাইট পরিচালনা করছে।
বাংলাদেশ বিমানের চট্টগ্রাম বিমানবন্দরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এ কে এম ওমর ফারুক বলেন, চট্টগ্রাম থেকে শারজা রুটে ফ্লাইট পরিচালনার উদ্যোগ এই প্রথম। এর ফলে এয়ার অ্যারাবিয়ার সাথেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ বিমানের। বিমানের ফ্লাইট পরিচালনা শুরুর খবরে দুবাই, আবুধাবি, শারজা রুটে বিমান ভাড়া আরো কমবে বলে আশা যাত্রীদের। ২০ এপ্রিল থেকে সপ্তাহে চার দিন সোম, বুধ, বৃহস্পতি, শনিবার রাত ১০টা ১৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যাবে। তবে শারজা থেকে সরাসরি চট্টগ্রাম ফিরবে দুই দিন আর দুই দিন ঢাকায় ফিরবে।
এ কে এম ওমর ফারুক আরও বলেন, এত দিন চট্টগ্রাম থেকে আবুধাবি রুটে সপ্তাহে দুটি এবং চট্টগ্রাম-দুবাই রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান। সবগুলো ফ্লাইটই বিলাসবহুল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে পরিচালনা করছে। আর শারজা রুটে চলবে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে।
এদিকে জানা গেছে, চট্টগ্রাম থেকে আবুধাবি রুটে সপ্তাহে সাতটি এবং চট্টগ্রাম-শারজা রুটে সপ্তাহে ১৪টি অর্থাৎ ২১টি ফ্লাইট একাই পরিচালনা করছে শারজাভিত্তিক বিমান সংস্থা ‘এয়ার অ্যারাবিয়া’। আর দুবাইভিত্তিক বিমান সংস্থা ‘ফ্লাই দুবাই’ চট্টগ্রাম-দুবাই রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। আর বাংলাদেশ বিমান দুবাই, আবুধাবি, শারজা রুটে ফ্লাইট পরিচালনা করছে মোট ৯টি। সব মিলিয়ে চট্টগ্রাম থেকে আরব আমিরাতে ফ্লাইট সংখ্যা দাঁড়াচ্ছে ৪৪টি।
গালফ ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম বলেন, বিদেশি বিমান সংস্থাগুলো যখন গলাকাটা ভাড়া আদায় করছিল বিমান তখন চুপ ছিল। বিদেশি বিমান সংস্থাগুলো ‘ক্রিম’ খাওয়া শেষ হওয়ার পর এখন বিমান শেষ মুহূর্তে এসে ফ্লাইট পরিচালনা করছে। ভিজিট ভিসায় প্রচুর যাত্রী আরব আমিরাত চলে গেছে আগেই। এখন যাত্রীর চাপ সেভাবে নেই। তিনি বলেন, এরপর বাংলাদেশ বিমান যাত্রী পাবে কারণ তাদের উড়োজাহাজ বড় লাগেজ সুবিধা বেশি, খাবার যুক্ত আছে।
বাংলাদেশ বিমানের নিজস্ব ওয়েবসাইটে ২৮ এপ্রিল চট্টগ্রাম-শারজা আসা-যাওয়ার মোট ভাড়া দেখাচ্ছে ৭৬ হাজার ৮০৮ টাকা। আর এয়ার অ্যারাবিয়ার নিজস্ব ওয়েবসাইটে একই রুটের ভাড়া দেখানো হয়েছে ৭১ হাজার ১৫৬ টাকা। তবে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের তুলনায় বাংলাদেশ বিমানের ভাড়া বেশি হলেও সুযোগ-সুবিধা বিমানেই বেশি।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post