ব্রাজিলের জর্ডাও থেকে রিও ব্র্যাঙ্কোর দিকে পাড়ি দিয়েছিল একটি যাত্রীবাহী বিমান। মাত্র ঘণ্টা দেড়েকের উড়ান। আর সেই যাত্রার মধ্যেই হঠাৎ করেই খুলে যায় বিমানের দরজা। একজন যাত্রীর মতে, দরজার সাপোর্ট কেবল ভেঙে যাওয়ার ফলেই খুলে যায় বিমানের দরজা।
এই ঘটনার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনের প্রপেলারকে এসে ধাক্কা মারে হ্যান্ডরেল। এদিকে, দরজা খুলে যাওয়া মানে বিমানের ভেতর বজায় রাখা বায়ুচাপের তারতম্য ঘটবে, ফলে যে কোনও সময়ে সজোরে মাটিতে আছড়ে পড়তে পারে বিমান। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
কিন্তু চোখের পলক ফেলার আগেই নিজেদের জায়গা ছেড়ে উঠে দাঁড়ান দুই যাত্রী। দরজা ফের আটকে দিয়ে সেটিকে ধরে থাকেন তারা। জানা গেছে, বিমানটি ল্যান্ড করার আগে পর্যন্ত, প্রায় ২০ মিনিট ওভাবেই দরজাটি ধরে রেখেছিলেন ওই দুজন ব্যক্তি। তবে বিমানের বাকি যাত্রীরাও পরোক্ষে সহযোগিতা করেছেন তাদের সঙ্গে।
কেউই আতঙ্কের চোটে অযথা চিৎকার চেঁচামেচি করেননি, বরং পরিবেশ শান্ত রেখেছিলেন। এহেন দুর্ঘটনা ঘটার পরেও বিমানের কোনও যাত্রীরই কোনওরকম ক্ষতি হয়নি। নিরাপদ দেহেই গন্তব্যে পৌঁছেছেন তারা। আর তার জন্য ওই দুই ব্যক্তিকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনেরা।
এদিকে, দরজার হ্যান্ডরেল ছিটকে এসে বাঁদিকের ইঞ্জিনের প্রপেলারে ধাক্কা দেয়ার পর সেই ইঞ্জিনটি বন্ধ করে দেন বিমানের পাইলট। একটিমাত্র ইঞ্জিন দিয়েই উড়ানটি সম্পূর্ণ করেন পাইলট।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post