কানাডার টরন্টোতে একটি মসজিদে তারাবির নামাজে মুসল্লিদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ৫ জন মুসল্লি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৬ এপ্রিল) রাতে টরন্টোর স্কারবোরো জেলায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
গুলিবর্ষণের ঘটনায় টরন্টো পুলিশের মুখপাত্র ডেভিড রিডজিক বলেছেন, শনিবার রাতে তারাবির সময় হঠাৎ চলন্ত গাড়ি থেকে দুর্বৃত্তরা মুসল্লিদের ওপর গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়।তবে পুলিশের ওই মুখপাত্র দুর্বৃত্তদের সংখ্যা কতজন ছিল তা বলতে পারেননি।
দুর্বৃত্তরা কেন মসজিদে হামলা করেছে তাও পুলিশ জানতে পারেনি। স্কারবোরো জেলার মুসলিম অ্যাসোসিয়েশনের বোর্ড মেম্বার নাদিম শেখ জানিয়েছেন, মসজিদে এই ধরনের সস্ত্রাসী হামলায় স্থানীয় মুসলিমদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post